OrdinaryITPostAd

ভ্যানিলা টফি নাট আইসড কফি

ভ্যানিলা টফি নাট আইসড কফি

২৪ এ মার্চ সোমবার ২০২৫



          ছবি সংগৃহীত 




গরম আর রমজান মাস একসাথে শুরু হয়েছে।আর এই গরম এ মন আর শরীর কে ঠান্ডা রাখতে পারে কোল্ড ড্রিংক বা সরবত। সকলের জন্য নিয়ে আসছি খুব মজাদার একটি রেসিপি। এটি শরীরকে চামড়া রাখে ক্লান্তি দূর করতে এবং রোজার থাকুন সামলাতে সাহায্য করে। শরীরে আনলে এক প্রাণবন্ত। তবে চলুন রেসিপিটি জেনে নেয়া যাক -






ভ্যানিলা টফি নাট আইসড কফির রেসিপি :


উপকরণ:

টফি নাট সিরাপ: ২ টেবিল চামচ

আমন্ড মিল্ক: ১ টেবিল চামচ

ভ্যানিলা সিরাপ: ১ টেবিল চামচ

হেভি ক্রিম: ২ টেবিল চামচ

কফি (ব্রিউ করা, জল ছাড়া): ১ টেবিল চামচ

বরফকুচি





প্রণালী:

একটি গ্লাসে বরফকুচি দিন। এরপর তাতে কফি সিরাপ ঢেলে দিন। এবার তার সঙ্গে ব্রিউ করা কফি মিশিয়ে দিন। তারপর আমন্ড মিল্ক দিয়ে একটু ফেটিয়ে নিন। এবার একটি ব্লেন্ডারে ক্রিম ও ভ্যানিলা সিরাপ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ ও আমন্ড মিল্ক উপর থেকে গ্লাসে ঢেলে নিন।


এটি গরম এ শরীর কে করে ঠান্ডা করবে , রমজান মাসে ইফতার এ এটি রাখতে পারেন বা বাসায় মেহমান আসলে বানিয়ে পরিবেশ করতে পারেন। 




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪