OrdinaryITPostAd

অনেক চেষ্টার পরেও যেসব কারণে আপনার ওজন কমবে না!

অনেক চেষ্টার পরেও যেসব কারণে আপনার ওজন কমবে না! 

৬ সেপ্টেম্বর শুক্রবার ২০২৪ 



    ছবি সংগৃহীত 


অনেক সময় আমরা ডায়েট বা ব্যায়াম করেও নিজেদের ওজন কমাতে পারি না। এর পিছনে নানাবিদ কারণ রয়েছে যা আমরা অনেকেই জানিনা,, না জেনেই আমরা বেশি করে ডায়েট এবং ব্যায়ামের উপর নজর দেই কিন্তু কখনোই চিন্তা করি না যে কেন আমাদের ওজনটা কমছে না?  কি কারনে বা কোন সমস্যা গুলোর কারণে আমাদের অনেক চেষ্টার পরও ওজন কমে না তা আজকে আলোচনা করব । 

তবে চলুন কারণগুলো জেনে নেয়া যাক —


ধীর বিপাকহার


আমাদের দেহে বিপাকক্রিয়ার মাধ্যমে ক্যালরি পোড়ে, যার ফলে ওজন কমে। সবার দেহের বিপাকহার সমান নয়। জিনগত কারণেই কারও কারও বিপাকহার কম থাকে। এটি আপনার হাতে নেই। আবার বয়সের সঙ্গে সঙ্গেও বিপাকহার কমে। জীবনের প্রতি দশকে ২ থেকে ৮ শতাংশ বিপাকহার কমে। বয়স নামের সংখ্যাটিকেও আপনি চাইলেই বদলাতে পারবেন না। এ ছাড়া আরও কিছু কারণে বিপাকহার কম হতে পারে:

  • যাঁদের শরীরে চর্বির মাত্রা বেশি থাকে, তাঁদের বিপাকহার কম থাকে।

    • যাঁদের শরীরে সুগঠিত পেশি কম থাকে, তাঁদের বিপাকহারও কম থাকে।

    • একেবারেই কম খেতে থাকলে বিপাকহার কমে যায়।


    তবে চাইলে আপনি বিপাকহার বাড়াতে পারেন। বিপাকহার বাড়াতে শরীরচর্চার গতি বাড়াতে পারেন। এমনভাবে ব্যায়াম করতে পারেন, যাতে প্রচুর ঘাম হয়। ভারোত্তোলনের ব্যায়ামও করতে পারেন।


কম ঘুম


ঘুম কম হলে ওজন কমানো মুশকিল। কম ঘুমালেও বিপাকহার কমে। তা ছাড়া খাবারদাবার নিয়ন্ত্রণ করাও মুশকিল হয়ে পড়ে। আর শরীর নিস্তেজ বোধ করার ফলে ব্যায়ামও করা হয়ে ওঠে না ঠিকঠাক।


ঘুমের আগে আগে খাওয়াদাওয়া


ঘুমের সময় বিপাকহার কমে যায়। তাই খাওয়ার পরপরই ঘুমিয়ে গেলে আপনি ওজন কমাতে আশানুরূপ সাফল্য পাবেন না। ঘুমের অন্তত তিন ঘণ্টা আগেই খাওয়াদাওয়ার পালা সেরে ফেলা প্রয়োজন।


রোগবালাই


কিছু রোগের কারণে ওজন কমাতে মুশকিলে পড়তে পারেন:

  • থাইরয়েডের রোগ।

  • পলিসিস্টিক ওভারি।

  • অন্যান্য হরমোনের সমস্যা

  • স্লিপ অ্যাপনিয়া (যে রোগে ঘুমের মধ্যে শ্বাস বাধাগ্রস্ত হয়)।

  • মানসিক চাপে থাকলে অতিরিক্ত ক্যালরিসম্পন্ন খাবার খেয়ে ফেলতে পারেন আপনি।

  • কিছু ওষুধের কারণেও কিন্তু ওজন কমানোতে সমস্যা হতে পারে। জন্মনিয়ন্ত্রণ বড়ি এসবের মধ্যে অন্যতম। এ ছাড়া খিঁচুনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অ্যালার্জি এবং মানসিক সমস্যায় ব্যবহৃত কিছু ওষুধ সেবনের কারণেও ওজন বাড়ার প্রবণতা সৃষ্টি হতে পারে।


ফলে ওজন বাড়তে পারে। তাই ওজন কমাতে গিয়ে সমস্যায় পড়লে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


সকালে না খাওয়া


সকালে না খেয়ে থাকলে কিন্তু কোনো লাভ নেই। বরং এতে সারা দিনে অস্বাস্থ্যকর, উচ্চ ক্যালরিসম্পন্ন খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। শেষমেশ ওজনটা বাড়ে।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪