OrdinaryITPostAd

এই প্রচন্ড গরমে প্রাণ জুড়াতে রোজ খান ছাতুর শরবত

 এই প্রচন্ড গরমে প্রাণ জুড়াতে রোজ খান ছাতুর শরবত 

৩০ শে আগস্ট শুক্রবার 2014 



ছবি সংগৃহীত 


ছাতু খুব পুষ্টিকর একটি খাদ্য যা জব, বালি, গম, চাল, বিভিন্ন ধরনের ডাল থেকে তৈরি করা হয়। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি এর পুষ্টিগুনো অনেক রয়েছে। তবে গরমকালে এটি খেলে শরীর স্বাস্থ্য খুব বেহালা থাকে। আমাদের দেশের গ্রাম বাংলায় মানুষজন এটি খুব পছন্দ করে। আপু এমনি খাওয়া ছাড়াও শরবত করে খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। 


প্রচণ্ড দাবদহে শরীরে পানির ঘাটতি দেখা দেয়। শরীরে পানির শূন্যতা পূরণে শরবতের জুড়ি নেই।গরমে স্বস্তি পেতে  পানির শূন্যতা পূরণে খেতে পারেন ছাতুর শরবত।

এই শরবত শরীর ঠাণ্ডা করার পাশাপাশি গরমে আপনাকে সুস্থ রাখবে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনপ্রোটিনফাইবারকার্বআয়রন ও ক্যালসিয়াম আর মিনারেলস।


ছাতু বিভিন্নভাবে খেতে পারেন খেতে পারেন-

 

লাড্ডু ও পরোটা বানিয়েও খেতে পারেন।তবে ছাতুর শরবত আইসক্রিমের মতোই স্বাদু।এতে কোনো ক্ষতিকারক ক্যালোরি   কৃত্রিম মিষ্টি নেই।


এবার চলুন জেনে নেয়া যাক কিভাবে ছাতুর করা যায়। 



 

উপকরণ

 

ছাতুর গুঁড়োঠাণ্ডা পানিলেবুর রস  পুদিনা পাতাশুকনো খোলায় ভাজা জিরা গুঁড়োলবণ  গোলমরিচ।

 

যেভাবে তৈরি করবেন শরবত

 

এক গ্লাস ঠাণ্ডা পানিতে  চা-চামচ ছাতু মিশিয়ে এতে জিরাগোলমরিচলবণ  লেবুর রস মিশিয়ে দিন। ওপরে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন।অথবা বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। 


এটি খেতে যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। 







এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪