OrdinaryITPostAd

দেহে ক্যালসিয়ামের অভাব হলে আপনি কিভাবে বুঝবেন ?

 

দেহে ক্যালসিয়ামের অভাব হলে আপনি কিভাবে বুঝবেন ?

৪ এ মে রবিবার ২০২৪



     ছবি সংগ্রহীত 







আমাদের  দেহ হচ্ছে  সকল কিছুর উৎস।  আমাদের দেহ যদি  ভালো হয় তাহলে সকল প্রকার কাজকর্ম  করে আরাম পাওয়া যাবে। আর আমাদের  দেহে যদি অসুখ ধরা পড়ে তাহল জীবনে আর কিছুই  ভালো লাগে না। আমাদের  শরীরে  বিভিন্ন প্রকার রোগ দেখা যায় যেমনঃ হাড়ের খয় ক্যালসয়ামের, ঘাটতি, ক্যানসার, ডায়াবেটিস  ইত্যাদি।



ক্যালসিয়ামের অভাবের ১৪ টি লক্ষন নিম্নে বর্ননা  করা হলোঃ-



১. পেশি ব্যাথা।
২. খিচুনি অনুভব  করা।
৩. বেশি হাঁটাহাঁটি করলে উরু বা পেশিতে ব্যাথা অনুভব করা। 
৪. একটু কাজকর্ম করলে ক্লান্তি  অনুভব করা। 
৫. খিটখিটে ভাব।
৬. হাঁটু ব্যাথা।
৭. হাঁড়ের জয়েন্টে জয়েন্টে ব্যাথা।
৮.হাত - পা কামরানো।
৯. পিঠ ব্যাথা। 
১০. কোমর ব্যাথা।
১১. বিবভ্রান্তি বা স্মৃতি শক্তি হ্রাস। 
১২. বিষন্নতা। 
১৩. হ্যালুসিনেশন।
১৪. হাঁড় সহজে ভাঙ্গা।


মানবদেহের জন্য ক্যালসিয়াম অন্যতম খনিজ। এটি হাড়, হৃদয়, পেশী এবং স্নায়ুতন্ত্রের জন্য অত্যাবশ্যক। শরীরের প্রতিটি কোষের ক্যালসিয়াম প্রয়োজন। রক্তে মাত্র ১% ক্যালসিয়াম পাওয়া যায়, বাকি ৯৯% হাড় এবং দাঁতে জমা হয়।


যুক্তরাষ্ট্রের ‘অ্যাকাডেমি অফ নিউট্রিশন অ্যান্ড ডায়েটেসিকস’য়ের মতে, “১৯ থেকে ৫০ বছর বয়সিদের প্রতিদিন ন্যূনতম ১০০০ মি.লি.গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। আর হাড় যেহেতু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুর্বল হতে থাকে, সেহেতু নারীদের বয়স ৫০ পার হওয়ার পর আর পুরুষের বয়স ৭০ পার হওয়ার পর দৈনিক ক্যালসিয়াম গ্রহণ করতে হবে ১২০০ মি.লি.গ্রাম।”

আরেকটা বিষয় যা মনে রাখতে হবে তা হল, ক্যালসিয়ামের ক্ষেত্রে বেশি মাত্রা মানেই ভালো নয়।

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেল্থ অফিস অফ ডায়েটারি সাপ্লিমেন্টস (ওডিএস)’য়ের মতে, প্রয়োজনের অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণ করলে শরীরের ক্যালসিয়াম শোষণের হার মারাত্মক হারে কমে যায়।

ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্যানুসারে, “অতিরিক্ত ক্যালসিয়াম শরীরের কোষে গিয়ে জমা হয়। আর সেই জমে যাওয়া ক্যালসিয়াম ডেকে আনতে পারে বৃক্কে পাথর হওয়া, কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ ইত্যাদির ঝুঁকি।”

আর একারণে দৈনিক ন্যূনতম মাত্রার পাশাপাশি দৈনিক ক্যালসিয়াম গ্রহনের সর্বোচ্চ মাত্রাও বেঁধে দেওয়া হয়।”

ওডিস’র তথ্য অনুযায়ী, “১৯ থেকে ৫০ বছর বয়সিদের সর্বোচ্চ ক্যালসিয়াম গ্রহণের মাত্রা হবে ২৫০০ মি.লি.গ্রাম। এর বেশি বয়সের মানুষের জন্য দৈনিক সর্বোচ্চ মাত্রা হবে ২০০০ মি.লি.গ্রাম।"

পরিশেষে বলা যায় যে, আমাদের শরীরে এগুলো দেখা দিলে আমাদের শিঘ্রই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪