চুলের যত্নে জবা ফুলের ব্যবহার
চুলের যত্নে জবা ফুলের ব্যবহার
৪ এ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার
জবা গাছের ফুল ও পাতা দুটোই চুলের জন্য উপকারী। চুল পড়াকে রোধ করা থেকে শুরু করে ফলিকল মজবুত করা ও স্ক্যাপ্লের সঞ্চালন উন্নত করা ইত্যাদির উপকার হয়।জবা ফুলের অ্যামিনো এ্যাসিড রয়েছে যা আমাদের শরীরের জন্য বা চুলের জন্য উপকারী। এটি চুলের প্রাকৃতিক জেল্লার জন্য উপকারী। এটি চুলের ঘনত্ব বাড়াতেও উপকার এনে দেয়। নতুন চুল গজাতে সাহায্য করে।
পৃথিবীতে জবা ফুলের ব্যাবহার অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। জবা ফুল আমাদের যেমন চুলের জন্য উপকারী তেমনি শরীরের জন্য উপকারী। জবা ফুলের আমাদের তেল সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। কয়েকটি পুষ্ট জবা ফুল বেটে নিন। এরপর আধা কাপ নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলায় ফুটিয়ে নিতে হবে।
তারপর হয়ে গেল চুলের জন্য উপকারী জবা ফুলের তেল। গোসলের আগে চুলে মেখে আধাঘণ্টা অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে নিতে হবে। আমরা জবা ফুলের তেল তৈরি করতে পারি আরেকটি সহজ উপায়ে। আধা কাপ অলিভ অয়েল ও তিনটি জবা ফুলের পাপড়ি ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর কাচের বোতলে ভরে টানা ১০ দিন তিন ঘণ্টা করে রোদে রেখে দিন। তারপর ব্যবহার শুরু করতে হবে।
আমারা অনেকে চুল পরা নিয়ে ভুগি।আমরা যদি চুল পরা নিয়ে ভোগি তাহলে আমাদেরকে জবা ফুল ব্যাবহার করতে হবে এবং জবা ফুল দিয়ে তেল বানিয়ে চুলে ব্যাহার করতে হবে। তাহলে আমাদের চুল আমাদের চুল পরা রোধ হবে।
চুলের যত্নে বাজারে আছে নানা শ্যাম্পু। এ ছাড়া আছে ভেষজ ও আয়ুর্বেদ। তবে গাছের পাতা দিয়েও করা যায় চুলের যত্ন। যে সে পাতা হলে চলবে না। এ জন্য চাই জবা ফুলের পাতা। অবশ্য জবা ফুলও চুলের যত্নে কাজে আসে। ঘরে তৈরি ডিপ কন্ডিশনিং হেয়ার প্যাকে জবা ফুল ও পাতা দুটিই ব্যবহার করা যায়। চলুন, জেনে নিই জবা পাতার হেয়ার প্যাক তৈরির কৌশল?
যা যা লাগবে: ১৫ থেকে ২০টি জবা পাতা এবং ২-৩ টেবিল চামচ মেথি।
অনেকের বাড়িতে এ ফুল গাছ দেখা যায়। জবা বিভিন্নরকম হয়। এ ফুলের চাহিদাও আছে। কিন্তু এ ফুল আসলে কতটা উপকারী, তা কি আপনি জানেন? শুধুই শরীর সুস্থ রাখার জন্য নয়, বরং আপনার চুল ভালো রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জবা ফুল।
জার্নাল অব এথনোফার্মাকোলজির এক গবেষণা অনুসারে, টাক পড়ার সমস্যার সমাধান হতে পারে জবা ফুল। এতে আছে অ্যামিনো অ্যাসিড। এটি চুলের পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে। অ্যামিনো অ্যাসিড কেরাটিন তৈরি করতে সক্ষম। তাই চুলের ওপর কেরাটিনের প্রলেপ ঠিক রাখে। চুলকে মজবুত করে ও চুলে ফেটে যাওয়ার মতো সমস্যা দূর করে।
হেয়ার মাস্কটি আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করবে এবং আপনার চুলকে মজবুত করবে। আপনার প্রয়োজন ২-৩ টেবিল চামচ জবা ফুল এবং পাতার গুঁড়ো। এই পাউডার আপনি বাড়িতেও বানিয়ে নিতে পারেন। আবার কিনতেও পারেন। এর সঙ্গে মিশিয়ে দিন ৯ টেবিল চামচ আমলকি পাউডার। আপনার চুলের দৈর্ঘ্য ও ঘনত্ব অনুযায়ী পরিমাণে সামান্য ফারাক পড়তেই পারে। পানি নিন।
চুল পরা নিয়ন্ত্রণে ৩ ব্যাবহার নিচে উল্লেখ করা হলোঃ-
১. জবা ফুলের তেল ব্যবহার করুন
সমান পরিমাণে জবা ফুলের পাউডার এবং নারকেল তেল মিশিয়ে নিন। এবার এই তেলটি মাথার ত্বকে ১০ মিনিটের জন্য ম্যাসাজ করুন। সারারাত রেখে দিন। পরদিন শ্যাম্পু করে ফেলুন।
২. জবা ফুলের শ্যাম্পু তৈরি করুন
জবা ফুলের পাউডার এবং পানি সমান পরিমাণে মিশিয়ে শ্যাম্পু তৈরি করে ফেলুন। সপ্তাহে দুইদিন এই শ্যাম্পু ব্যবহার করুন। চুল পড়া কমাতে সাহায্য করবে।
৩. কন্ডিশনারে জবা ফুল ব্যবহার করুন
চুলকে মজবুত করতে এবং চুল পড়া কমাতে নিয়মিত কন্ডিশনারে এক টেবিল চামচ জবা ফুলের পাউডার যোগ করতে পারেন।
পরিশেষে বলা যায় যে, আমরা যদি ওপরের কাজগুলো মানি তাহলে আমাদের চুলের জন্য উপকারী হবে। এবং চুল পরা বন্ধ হবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url