OrdinaryITPostAd

চুলের যত্নে কেশরাজের উপকারিতা

 চুলের যত্নে কেশরার উপকারিতা 

৬ এ এপ্রিল শনিবার ২০২৪




    ছবি সংগ্রহীত 





মানব জীবনে চুলের যত্ন ওতপ্রোতভাবে জড়িত। চুলে মানুষকে দেখতে সুন্দর লাগে। আর নারীদের  চুলে মানায় সে যদি ও কালো হয় তাহলেও তাকে চুলে সুন্দরী করে তুলে। আমাদের চলের যত্ন করতে অনেককিছুই না ব্যাবহার করি।তার মধ্যে একটি হলো কেশরাজ। কেশরাজ বললেই আমাদের মনে হয় যে কেশরাজ মানে কি চুলের রাজা?  কেশরাজ আমাদের চুলকে বৃদ্ধি করে, এবং চুলের ফলিকলকে পুষ্টি দিয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। 



চুলের শিকড়কে শক্তিশালী করে। চুল পড়া রোধ করে।কেশরাজ কে ভেষজ উদ্ভিদ বলা হয়। কেশরাজ এর উপকারিতা হিসেবে পাতা কান্ড ফুল ও ফল ব্যবহার করা হয়।



চুলের যত্ন কশরাজঃ-


চুলের জন্য বেশি উপকারী বলে একে কেশরাজ বলা হয়। এই গাছ থেকে কাল এক ধরনের রং বের হয় যা চুলকে আরো কালো করতে সাহায্য করে। এছাড়া এই গাছের রস চুল পড়া বন্ধ করে । সৌন্দর্য পিপাসু মানুষের জন্য চুলের যত্ন একটি গুরুত্ব পূর্ণ বিষয়। আর চুলের যত্নে মানুষ প্রাচীনকাল থেকে যে ভেষজটি ব্যবহার করে আসছে তার নাম কেশরাজ বা কালকেশী। নারিকেল তেলের সাথে কেশরাজের রস মিশিয়ে চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়, চুল ঘন হয়, এবং চুল কালো হয়। 




কেশরাজপাতার ৫ টি উপকারীতা নিম্নে উল্লেখ করা হলোঃ- 



১. কেশরাজের পাতা একটি উত্তম প্রাকৃতিক  কন্ডিশনার। যা চুলের স্বাথ্যবজায়  রাখতে সাহায্য করে।

২. কেশরাজের পাতা চুলের স্বাথ্য বজায় রাখতে সাহায্য  করে।

৩. কেশরাজের পাতা চুলের স্ক্যাপ্লার ব্যাথা, এবং ফলিকুল নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করে।

৪. কেশরাজের পাতা চুলের সল্পক্ষতি এবং বিকাশের জন্য সাহায্য করে।

৫.  কেশরাজ পাতা চলের রঙ বাড়াতে সাহায্য করে।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে নিয়মিত দুই চামচ পরিমাণ কেশরাজের রস সেবন করলে ডায়বেটিস  নিয়ন্ত্রণ থাকে। 




শরীরের কোন অংশ কেটে গেলে রক্তপাত হতে পার, ব্যথা হতে পারে, পাশাপাশি ক্ষতস্থানে অনুভূতি কাজ করার অসুবিধা থাকতে পারে। কিছু কিছু কাটা বা ছিদ্র অংশে সংক্রমণ হতে পারে। আঘাত পরবর্তী সময়ে যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। দ্রুত রক্তপাত বন্ধ না করলে তা ক্ষতির সম্মুখীন হতে পারে। শরীরের কেটে যাওয়া অংশে কেশরাজের পাতা বেটে পেস্ট বানিয়ে লাগালে রক্ত পড়া বন্ধ হয়ে যায়।  ধীরে ধীরে কাটা স্থান শুকিয়ে যায়।

 



কেশরাজ পরিবেশের কোন প্রতিকূল ছাড়াই মশার লার্ভা প্রসারন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এক্ষেত্রে দুই চামচ কেশরাজের কাঁচা রস ৫০০এম.এল পানির সাথে মিশিয়ে আপনার ঘরের ভিতরে এবং বাহিরে স্প্রে করে মশার আক্রমণ হতে রক্ষা পেতে পারেন ।


পরিশেষে বলা যায় যে , কেশরা আমাদের  অনেক উপকারে আসে। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪