OrdinaryITPostAd

চুলের জন্য কেশরার উপকারিতা

 চুলের যত্নে কেশরাজ এর উপকারিতা এবং  অন্যান্য

৫ ই এপ্রিল  ২০২৪ শুক্রবার




    ছবি সংগ্রহীত 






চুলের যত্নে কেশরা আমাদের জীবনে খুবই গুরুত্তপূর্ণ একটি বিষয়। সৌর্ন্দযের অন্যতম অংশ হলো চুল। চুল পড়া বন্ধে নানা রকম শ্যাম্পু ও তেল ব্যবহার করেছেন। আর শেষমেশ ডাক্তারের কাছে গিয়েও মিলছে না সমাধান। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি যাদুকরী তেলের রেসিপি যা তাৎক্ষণিকভাবে চুল পড়া রোধ করবে। এই কেষরা আমাদের চুলকে শক্তিশালী  করে,চুলের রঙ বাড়ায়, চুলের ঝরতা রোধ করে, 
 



কেশরাজপাতা হলো একটি ঔষধি গাছ। এই গাছ দিয়ে আমরা প্রকৃতিক যত্ন চুলের জন্য ব্যাবহার করি।


কেশরাজপাতার ৫ টি উপকারীতা নিম্ন উল্লেখ করা হলোঃ- 




১. কেশরাজপাতা হলো প্রকৃতির উত্তম কন্ডিশনার। যা চুলে স্বাথ্য বজায় রাখতে সাহায্য করে। 

২. কেশরাজপাতা চুলের রেগ কমাতে সাহায্য করে। 

৩. কেশরাজ পাতা চুলের  স্ক্যাপলার পাতা এবং ফলিকুল নিরাপত্তা  করতে সাহায্য করে। 

৫. কেশরাজপাতা চুলের সম্পূর্ণ  স্বাথ্য বজায় রাখতে সাহায্য করে।


ভ্রিংরাজ, বা কেশরাজ ওষধি গুণসম্পূর্ণ একটি আয়ুর্বেদিক গাছ। এটি খুব সাধারণ ধরণের ঘাস, যা জলাভূমি এবং ধানের জমিতে জন্মে। আয়ুর্বেদে এটি বহু রোগ দূরীকরণে ব্যবহৃত হয়। এছাড়াও চুলের সমস্ত সমস্যা দূর করতে ব্যবহৃত হয় কেশরাজের তেল।



তেল যেভাবে তৈরি করবেনঃ-



একটি প্যানে এক কাপ নারকেল তেল গরম করতে হবে। এবার কিছুটা কাটা ভ্রিংরাজের পাতা নিন এবং যদি পাতা না পান তবে এক চামচ কেশরাজের গুঁড়া ব্যবহার করুন। এরপরে এক চা চামচ মেথি দানা যোগ করুন এবং পাঁচ মিনিটের মতো মিশ্রণটি সিদ্ধ করুন। পাচঁ মিনিট হয়ে এলে চুলা বন্ধ করে দিন এবং মিশ্রণটি ঠান্ডা হতে দিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে একটি কাচের বোতলে সংরক্ষণ করুন।




চুলের যত্নে  আমরা আবার এই ভিটামিনগুলো খেতে পারিঃ-



১. ভিটামিন এ : -

দেহ সঠিকভাবে কাজ করতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ প্রয়োজন। চুল ভালো রাখতেও জরুরি। ভিটামিন এ’র সাথে ত্বকের গ্রন্থিগুলো সিবাম নামক তেল উৎপাদন করে যা মাথার ত্বককে আর্দ্র রাখে এবং সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।

ভিটামিন এ ‘ফ্রি রেডিকেল’য়ের বিরুদ্ধে কাজ করে। ফলে চুলের চিটচিটেভাব কমে।

গাজর, পেঁপে, লাল মরিচ, মিষ্টি আলু, টমেটো, কলি, পালংশাক ইত্যাদি ভিটামিন এ সমৃদ্ধ খাবার।


২. ভিটামিন বি:-

চুল পড়া কমাতে ও বৃদ্ধিতে সহায়তা করে বায়োটিন। শস্য, পাতাবহুল সবজি, বাদাম ইত্যাদিতে বায়োটিন বা ভিটামিন বি পাওয়া যায়।

বায়োটিন পানিতে দ্রবণীয় এবং প্রাকৃতিকভাবে চুলের ফলিকল মজবুত করে, বৃদ্ধি ঘটায় ও চুলের ক্ষয় পূরণ করে। চুল পড়া কমানোর পাশাপাশি এর বৃদ্ধি ও উজ্জ্বলতা বাড়ায় বায়োটিন। 


৩. ভিটামিন ই:-

 অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন ই চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে, যারা কমপক্ষে টানা আট মাস ভিটামিন ই খান তাদের চুলের বৃদ্ধি অন্যান্যদের তুলনায় ৩৪.৫ শতাংশ বেশি।

পালংশাক, কাঠবাদাম, ভেষজ তেল যেমন- সূর্যমুখি, ভুট্টা, জলপাইয়ের তেল ইত্যাদির ক্যাপসুল গ্রহণ করেন তাদের চুল মসৃণ ও বৃদ্ধি দ্রুত হয়।


৪. ভিটামিন ডি:-

 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাঁড় মজবুত করে এবং ত্বক সুস্থ রাখার পাশাপাশি চুলের ফলিকল গঠনে সহায়তা করে।

সূর্যালোক ভিটামিন ডি’র ভালো উৎস। এটা চুল পড়া কমায় এবং মাথার ত্বকের শুষ্কতার সমস্যা কমিয়ে চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।


৪. লৌহ:-

 লোহিত রক্ত কণিকার মাধ্যমে অক্সিজেন দেহের কোষে বহন করে নিয়ে যায় লৌহ। এটা দেহ কার্যকর রাখার পাশাপাশি চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ খনিজ হিসেবে কাজ করে।

সবুজ পাতাবহুল সবজি যেমন- কিডনি বিন, পালংশাক, ব্রকলি, মটর, বাদাম ইত্যাদি দেহের লৌহের চাহিদা পূরণ করে চুল পড়া কমায় এবং মসৃণভাব আনে।


৫. ভিটামিন সি:-

 ভিটামিন সি ‘ফ্রি রেডিকেল’ থেকে সুরক্ষিত রাখে। ফলে চুল পড়া কমে, এর বৃদ্ধি দ্রুত হয় এবং মলিনভাব হ্রাস পায়।

শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন সি চুল শক্ত ও সুস্থ রাখে এবং চকচকেভাব আনে।

পেয়ারা, আমলকি, স্ট্রবেরি, লেবু ও সবজি যেমন- ব্রকলি, আলু, মরিচ ইত্যাদি ভিটামিন সি সমৃদ্ধ খাবার।চুল ভালো রাখতে কেউ চাইলে ভিটামিন সি সমৃদ্ধ বায়োটিন সম্পূরক হিসেবে খেতে পারে।

 

৬. জিঙ্ক:-

 মাথার ত্বকের সিবাকাস গ্রন্থিতে তেল এবং টেস্টোস্টেরনের উৎপাদন বাড়ায়। ডার্ক চকলেট, বাদাম, বেইক করা মটর, মটর, সবজি ইত্যাদি জিঙ্কের ঘাটতি কমায়।


পরিশেষে বলা যায় যে, আমরা যদি এগুলো কাজ করি তাহলে আমাদের  চুলের স্বাথ্য ভালো থাকবে।










   

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪