ত্বকের যত্নে মুলদান মাটির ব্যাবহার
ত্বকের যত্নে মুলতান মাটির ব্যাবহার
২৩শে এপ্রিল শনিবার ২০২৪
ত্বক হলো আমাদের রূপচর্চার অভিজাত্য। ত্বক হলো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
মুলতান মাটি আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপকার করে যেমনঃ- আমরা যদি মুলতান মাটির সঙ্গে টমেটোর রস মিশিয়ে চোখের চারপাশে লাগাই তাহলে আমাদের চোখের ডার্ক সার্কলের সমস্যা দূর হবে। মূলদান মাটি আমাদের ব্রণ, দাগছোপ অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে, কলার সঙ্গে মুলদান মাটি ও মধু একসঙ্গে ব্রেন্ড করে মুখে মাখতে হবে এর পাশাপাশি বার্ধক্যকেও দূরে রাখে।
ত্বকের যত্নে মুলতান মাটির ৬ টি ব্যবহার নিম্নে উল্লেখ করা হলোঃ-
১. চামচ মুলতানি মাটির সঙ্গে সামান্য হলুদের গুঁড়া আর গোলাপজল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। মুখ ও গলায় এই ফেসমাস্ক লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন পানি দিয়ে।
২.একটি টমেটো পেস্ট করে নিন। এর সঙ্গে মেশান ২ টেবিল চামচ মুলতানি মাটি ও ১ চা চামচ লেবুর রস। মিশ্রণটি মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
৩. ২ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ নিমের গুঁড়া মেশান। কয়েক ফোঁটা লেবুর রস দিন। পরিমাণ মতো গোলাপজল দিয়ে পেস্ট তৈরি করুন। ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করলে দ্রুত ফল পাবেন।
৪. শসার রসের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ত্বকে লাগান। এই মাস্ক ত্বকে কুলিং এফেক্ট এনে দেয় এবং রোদে পোড়ার দাগ দূর করে।
৫. ওটস ও দুধের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে স্ক্রাব করুন ত্বক। দূর হবে তেল ও ধুলাবালি।
৬. পাকা কলার সঙ্গে মুলতানি মাটি ও মধু মিশিয়ে ব্লেন্ড করে নিন। ত্বকে মিশ্রণটি ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
মুলতান মাটি আমাদের জীবনে খুবই উপকারী। এ মাটি ব্যাবহার করতে পারলে অন্য কোন ফেশওয়াস বা অন্য কোন ক্রিম লাগবে না। মুলতান মাটি দিয়েই সব হবে।
পারিশেষে বলা যায় যে, আমাদের মুলতান মাটি ব্যাবহার করা উচিত।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url