মুনাফিকের চিহ্ন কয়টি?
মুনাফিকের চিহ্ন কয়টি?
৭ই মার্চ ২০২৪ বুধবার
মুনাফিক অর্থ হলো কোন কিছু গোপন রেখে এর বিপরীত কাজ করা। মুনাফিক শব্দটি নিফাক শব্দ থেকে এসেছে। ইসলামি পরিভাষায় মুনাফিক হলো যারা মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে,আমানতের খেয়ানত করে তাকে মুনাফিক বলে।
মুনাফিকের চিহ্ন ৩টি যথাঃ-
১.মিথ্যা কথা বলা।
২.আমানতের খেয়ানত করা।
৩.ওয়াদা ভঙ্গ করা।
আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স.) বলেছেন, তোমারা আমাকে দুইটা জিনিসের ওয়াদা দেও, তাহলে আমি তোমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এই দুটি জিনিস হলোঃ- ১.মুখের দুই চোয়ালের মধ্যেবর্তী স্থান এবং ২. দুই উরুর মধ্যেবর্তী স্থান।
ওপরে দেখা যাচ্ছে যে, মুখের কথা বলা হয়েছে। আমাদের মুখকে সংযম রাখতে হবে। আর ওয়াদা হলো এমন একটি বিষয় যা ভঙ্গ করলে জাহান্নামের নিম্ন স্থানে জায়গা হবে।
এখন আমানতের খেয়ানতের কথা বলি, আমানতের খেয়ানত হলো গচ্ছিত মাল। কারও যদি কোন কিছু রাখতে বলে তাহলে নিজের দায়িত্বে রাখা।আমানতের খেয়ানত করলে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদি না তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে।
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘(কপটতা প্রকাশ করে) মুনাফিকরা কাফিরদের কাছ থেকে মানমর্যাদা পেতে চায়। ’ (ভাবার্থ) (সুরা নিসা, আয়াত : ১৩৯)
‘‘আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত। আল্লাহর রাসুল (সা.) বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি-
১. যখন কথা বলে, মিথ্যা বলে
২. যখন অঙ্গীকার করে, তা ভঙ্গ করে এবং
৩. আমানতের খেয়ানত করে। ’’ (বুখারী-২৬৮২, মুসলিম ১/২৫)
আমাদেরকে এই কাজগুলো থেকে বেচে থাকতে হবে এবং সদা সর্বদা মহান আল্লাহর দিকে ফিরে যেতে হবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url