নারিকেল তেল তোকে ব্যবহারের ফলে যেসব উপকার মিলবে
নারিকেল তেল ত্বকে ব্যবহারের ফলে যেসব উপকার মিলবে
৭ই মার্চ বৃহস্পতিবার ২০২৪
হাজার বছর ধরে সৌন্দর্য রক্ষায় মানুষ নির্ভর করেছে প্রকৃতির ওপর। এসব পণ্যের মধ্যে অন্যতম হচ্ছে নারকেল তেল। শুধু চুলের যত্নে নয়, ত্বকের যত্নেও ব্যবহার করা যায় নারকেল তেল। নারিকেল তেল ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও নিখুঁত হয়। তাই ত্বক সুন্দর রাখতে চাইলে নিয়মিত নারিকেল তেল ব্যবহার করতে হবে।
চলুন এর ব্যবহার সম্পর্কে জেনে নিই –
নিন। এভাবেই ঘুমাতে যান। পরদিন সকালে ঘুম থেকে উঠে মুখ থেকে তেল ভালো করে মুছে নিন। এটি আপনার
ত্বককে মসৃণ ও উজ্জ্বল করবে।
নারকেলে টোনিং গুণ থাকায়, লোমকূপের ময়লা বের করে ত্বককে ব্রণমুক্ত রাখতে সাহায্য করে।
৩.মেকআপ তুলতে সাহায্য করেঃ-
তুলোয় করে জাস্ট নারকেল তেল নিয়ে মুখে লাগান।তারপর আসতে আসতে ঘসুন, তাহলে মেকআপ উঠে যাবে।
৪.চুল মসৃণ করতে সাহায্য করেঃ-
আমরা যদি মাথা ঘসে নারিকেলে তেল মাথাতে মাখী তাহলে আমাদের মাথার চুল মসৃণ হবে ঘন হবে।এবং দেখতেও আনেক ভালো লাগবে।
ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে কাজ করে নারিকেল তেল। এতে থাকা বিভিন্ন উপকারী উপাদান চুলকানি, ব়্যাশ অন্যান্য ত্বকের সমস্যা দূর করতে ভীষণ ভাবে কার্যকরী। সেইসঙ্গে ত্বকের ট্যান দূর করতে ও কাজ করে এই তেল। তাই এ ধরনের সমস্যা দূর করতে নিয়মিত ব্যবহার করতে পারেন নারিকেল তেল।
নারিকেল তেল ব্যবহারের আগে আপনার ত্বকের ধরন বুঝে নিন, এবং ওপরের কাজগুলোকে যথাক্রমে পালান করব। কারণ অনেক সময় ত্বকের ধরন না বুঝে
ব্যবহার করলে অ্যালার্জি দেখা দিতে পারে। ত্বকে ফুসকুড়ি হতে পারে কিংবা ত্বকের ভেতর থেকে শুষ্ক হয়ে
যেতে পারে। তাই ত্বকে সরাসরি নারিকেল তেল ব্যবহার না করে তা ফেসপ্যাক বা অ্যালোভেরা জেল মিশিয়ে
নিতে হবে।
আমরা যদি এই কাজগুলো যথাক্রমে পালন করি তাহলে আমাদের অনেক উপকার হবে। আর ত্বকের যত্ন সঠিকভাবে পালন করতে পারব।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url