OrdinaryITPostAd

থানকুনি পাতার উপকারীতা সমূহ

 থানকুনির  পাতার অজানা ঔষুধি গুনাগুন    সমূহ 

   ১২ই মার্চ ২০২৪ মঙ্গলবার



      ছবি সংগ্রহীত 




 থানকুনি  আমাদের  অতি পরিচিত একটি  পাতা।সাধারণত  আমরা এই পাতাগুলো  পুকুরের  পাড়ে বা কোন জঙ্গলে  হতে দেখতে  পাই। কিন্তু আমরা জানি না এই পাতাগুলোর আমাদের  জীবনে কত ধরনের  উপকারে  আসে। চিকিত্‍সকরা বলছেন, থানকুনি পাতার এমন ভেষজ গুণ রয়েছে এটি মিয়মিত খেতে পারলে, পেটের অসুখে কোনও দিনও ভুগতে হবে না।শরীর-স্বাস্থ্য  সতেজ থাকে,এবং ছোট থেকে খাওয়াতে পারলে বুদ্ধিরও বিকাশ ঘটে। 



 থানকুনি  পাতার ১৫ টি  ঔষুধি গুনাগুনগুলো নিচে বর্ণনা করা হলোঃ- 


 ১. এতে প্রচুর পরিমানে ভিটামিন সি রয়েছে, যা আমাদেরকে  রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। 

২ মুখের ব্রন দূর করতে সাহায্য করে। 

৩. বিভিন্ন  স্থানে  ক্ষত সারাতে সাহায্য করে। 

৪.আমাশয়  রোগে সাহায্যে করে। 

৫. গলার মধ্যে ব্যাথা হলে  এই ব্যাথা সারাতে  সাহায্যে করে। 

৬. সাময়িক সময়  কাশি বন্ধ করতে সাহায্য করে। 

৭. হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। 

৮.গ্যাস্টিক সারাতে সাহায্য করে। 

১০.পেট ব্যাথা কমাতে সাহায্য করে। 

১১. লিভারের  সমস্যা  দূর করতে সাহায্য করে। 

১২.ঠান্ডায়  নাক বন্ধ হলে বা সর্দি লাগলে থানকুনি খেলে রোগ ভালো হয়।

১৩.রাতে ঘুম  না আসলে  থানকুনি পাতার  রস নিয়মিত খেলে সমস্যা  দূর  হয়।

১৪.নিয়মিত থানকুনি  খেলে ব্রেন ভালো থাকে।

১৫. আমাদের  যদি চুল পড়া শুরু করে  তাহলে  আমাদের দুধের সাথে  ৫-৬ চামচ থানকুনির রস মিশিয়ে খেতে হবে।

থানকুনি একটি বহুবর্ষজীবী লতানো উদ্ভিদ পুকুর এবং জলাভূমির পাশে পাওয়া যায়। এটি ভারত, শ্রীলঙ্কা, চীন, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, দক্ষিণ আফ্রিকা এবং পূর্ব ইউরোপেও জন্মে। থানকুনি ব্যবহার করা যায় খাদ্য এবং ওষুধ উভয় হিসেবেই।  শেকড় সহ এর পুরো অংশই খাওয়া যায়। ভর্তা, ভাজি, বড়া তৈরির পাশাপাশি এই পাতা দিয়ে চাটনি, সালাদ এবং পানীয়ও তৈরি করা যায়।


আবার থানকুনির পাতা ক্ষত সারাতে, পেটের অসুখ দূর করতে, স্মৃতিশক্তি বৃদ্ধি এমনকি সৌন্দর্যচর্চায় প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও এই পাতার রস খুবই উপকারী। এ কারনে থানকুনি পাতার কিছু উপকারিতার কথা প্রকাশ করেছে ইন্ডিয়ান টাইমস।

  আমাদের জীবনে  এগুলো  ওতোপ্রোতো ভাবেই জড়িয়ে আছে। তাই আমাদের জন্য  থানকুনি  পাতার যত্ন করতে হবে।পরিষেশে বলা যায় থানকুনি পাতা আমাদের স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী। পেট ও মস্তিষ্কের বিকাশে দুর্দান্ত কার্যকর।






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪