OrdinaryITPostAd

মাথায় খুশকি? দূর করুন আজীবন এর জন্য এই ঘরোয়া উপায়ে

মাথায় খুশকি? দূর করুন আজীবন এর জন্য এই ঘরোয়া উপায়ে 

৮ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০১৪ 

     ছবি সংগ্রহীত 



মাথায় খুশকি নিয়ে আমাদেরকে হরহামেশাই ঝামেলায় পড়তে হয। মাথায় খুশকি হওয়ার ফলে অনেক বেশি পরিমাণে চুল পড়ে যায়। এটি শীত কাল এলে আরো বেশি দেখা যায়। তখন শ্যাম্পু, স্পাও কাজ দেয় না। অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহার করলেই যে উপকার পাওয়া যায়, তা কিন্তু নয়। নামী-দামি ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করলেও তখন কাজ দেয় না। সেই দু’দিন পর আবার খুশকি ফিরে আসে। অনেক সময় ঘরোয়া টোটকার সাহায্য নিতে হয় খুশকির সমস্যা দূর করতে। কিন্তু তাতেও যে খুব বেশি উপকারী পাওয়া যায় না। বিশেষজ্ঞেরা বলছেন, খুশকির সমাধান লুকিয়ে আছে আয়ুর্বেদে। আয়ুবেদ বা প্রাকৃতিক  টোটকায় খুশকির সমস্যা দূর হবে এবং আপনি সুন্দর ঘন চুল পাবেন। তবে চলুন জেনে নেয়া যাক —


১.নিম

খুশকির সমস্যা দূর করতে নিম দারুণ কার্যকর। স্ক্যাল্পে ধুলো-ময়লা জমলে খুশকির সমস্যা দেখা দেয়। আবার আর্দ্রতার কমের কারণেও খুশকির সমস্যা দেখা দেয়। নিমের মধ্যে অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে। নিম পাতা বেটে স্ক্যাল্পে লাগাতে পারেন। এছাড়াও আপনি নিম তেল ব্যবহার করতে পারেন। এতেও আপনার খুশকির সমস্যা দূর হয়ে যেতে পারে।


২.আদার রস 

আদা একটি প্রাকৃতিক ভেষজ উপাদান এটি রান্নার কাজে এবং ওষুধ হিসেবে ব্যবহার হয়ে থাকে। খুশকি দূর করতে আদা রসের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আদা রসের সাথে সামান্য লেবু মিশিয়ে মাদার স্কেলফ এ মাসাজ করে ১৫ মিনিট থেকে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে দুদিন এটি ব্যবহার করলেই খুশকি দূর হতে সাহায্য করবে। 




৩. মেথি

চুলের সমস্যায় মেথির জুড়ি মেলা ভার। আগের দিন রাতে মেথি জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ওই মেথি বেটে নিন। মেথি বাটার সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন। এটা হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। এছাড়াও নারকেল তেলের সঙ্গে মেথি দানা ফুটিয়ে নিন। ওই তেল আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন।



৪.অ্যালোভেরা

খুশকির সমস্যা দূর করতেও অ্যালোভেরা জেল দারুণ উপকার। অ্যালোভেরা দিয়ে হেয়ার মাস্ক বানিয়ে নিন। নিম পাতা বেটে নিন। আমলকীও বেটে নিন। এই দুটো উপাদানের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে একটি হেয়ার প্যাক বানিয়ে নিন। এবার এই মিশ্রণটা চুলে লাগান। কিছুক্ষণ রাখার পর ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার করে এই হেয়ার প্যাক ব্যবহার করলেও খুশকির সমস্যা দূর হয়ে যাবে।


৫. জবা ফুল

চুলের পরিচর্যায় জবা ফুল ব্যবহার করতে পারেন। নারকেল তেলের সঙ্গে জবা ফুল ফুটিয়ে নিন। এবার ওই তেল চুল ও স্ক্যাল্পে মালিশ করুন। এতে খুশকির সমস্যা ধীরে ধীরে কমে যায়। পাশাপাশি এটি চুলকে ঘন করে তোলে।


এই ভেষজ উপাদান করে নিয়ম করে মাথার স্কেলফে মেসেজ করতে হবে। এক থেকে দেড় মাসের মধ্যে মাথার সমস্ত খুশকি নিমিষেই দূর হয়ে যাবে আজীবনের জন্য। 






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪