ঘরে তৈরী করুন হোমমেড নিউট্রেলা ❤️উপকরন:
ঘরে তৈরী করুন হোমমেড নিউট্রেলা
২২শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০২৪
ছোট বড় সকলের পছন্দের একটি খাবার নিউট্রিলা। এটি মূলত চকলেট, বাদাম, ঘী,বাটার,চিনি ইত্যাদি উপকরণ দিয়ে তৈরি করা হয়ে থাকে। বাচ্চাদের সকালের নাস্তায় ব্রেড বা রুটির সাথে ুএটা খেতে বাচ্চাদের পছন্দ। অনেক বাচ্চা এটি এমনি খেতে পছন্দ করে। চলুন ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এটি তৈরি করে নিই —
উপকরন:
চিনা বাদাম (দেশী বাদাম) ১ কাপ
চিনি ১/২ কাপ
কোকো পাউডার ১/৩ কাপ
বাটার ২ টেবিল চামচ
তেল ১/৩ কাপ
ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
প্রস্তুত প্রনালী:
১. বাদাম ভেজে নিতে হবে। ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিতে হবে।
২.ব্লেন্ডারে প্রথমে চিনি গুঁড়ো করে নিতে হবে।গুঁড়ো করা চিনি ব্লেন্ডার থেকে ঢেলে একটা বাটিতে রেখে দিবো।
৩.এবার ব্লেন্ডারে বাদাম দিয়ে যতক্ষণ না ব্লেন্ড হয়ে নরম হয়ে আসবে ততক্ষণ ব্লেন্ড করতে হবে।তবে অবশ্যই থেমে থেমে ব্লেন্ড করতে হবে।আর ব্লেন্ডারের ভিতরে নেড়েচেড়ে দিতে হবে।
৪.বাদাম নরম হয়ে আসলে চিনি দিয়ে আবারো ব্লেন্ড করে নিতে হবে।
৫.কোকো পাউডার দিয়ে আবারো ব্লেন্ড করে নিবো।
৬.বাটার দিয়ে ব্লেন্ড করে নিবো।
৭.সাদা তেল দিয়ে ব্লেন্ড করে নিবো।
৮.ভ্যানিলা এসেন্স দিয়ে ব্লেন্ড করে নিবো।
৯.একে একে সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিলেই রেডি হয়ে যাবে হোমমেড নিউট্রেলা।
১০.বাটার অবশ্যই নরমাল করে দিতে হবে।
এটি তৈরি করার সময় অবশ্যই স্টেপ বাই স্টেপ তৈরি করলে একদম বাজারের কেনা নিউট্রেলার থেকেও বেশি মজার হবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url