বাথরুমে মোবাইল ব্যবহার করছেন? জেনে নিন এতে কোন রোগের ঝুঁকি বারে?
বাথরুমে মোবাইল ব্যবহার করছেন? জেনে নিন এতে কোন রোগের ঝুঁকি বারে?
৪ ফেব্রুয়ারি রবিবার ২০২৪..
বর্তমান সময়ে সবার কাছেই অন্তত একটি হলেও মোবাইল ফোন আছে। সব সময়ই ফোনের প্রয়োজন আমাদের। তবে ফোনে কথা বলার চেয়ে বর্তমানে নিজেদের মনোরঞ্জনের উদ্দেশ্যেই মানুষ মোবাইল ব্যবহার বেশি করে।
মোবাইলের প্রতি আসক্তি এখন শুধু বড়দের মধ্যেই সীমাবদ্ধ নয়, শিশুরাও এখন ফোন ছাড়া খায় না, ঘুমায় না এমনকি খেলাধুলাও এখন ফোনক্রেন্দ্রিক হয়ে গেছে। যা শিশুদের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে।
মোবাইল ফোন ব্যবহার না করলে মনে হয় না যে দিন পার হবে, বর্তমান সময়ে মানুষ ফোন হাতে নিয়েই সব কাজ করতে পছন্দ কর। অনেক ক্ষেত্রে দেখা যায় মোবাইল ফোন নিয়েই বাথরুমে চলে যায়। এটি মোটেও ঠিক না। এর ফলে হতে পারে হতে পারে বিভিন্ন ধরনের অসুখ। মোবাইল ফোন বাথরুমে নিয়ে গেলে কি ধরনের ক্ষতি হতে পারে এবং এর ফলে কোন রোগ দেখা দেয় তা আজকে বিস্তারিত জানবো।তবে চলুন জেনে নেয়া যাক বাথরুমে মোবাইল ফোন নিয়ে গেলে কি ধরনের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে —
১. পাইলস:
টয়লেটের কমোডে দীর্ঘক্ষণ বসে মোবাইল ব্যবহারে পাইলসের ঝুঁকি বাড়ে। এই অভ্যাসের কারণে কোষ্ঠকাঠিন্য হয়। টয়লেট করার সময় বেশি চাপ দিলে পাইলস হতে পারে।
২. ইউরিন ইনফেকশন:
ইউটিআিই বা প্রস্রাবে সংক্রমণ নারীদের মধ্যে বেশি দেখা দেয়। এটি মারাত্মক এক ব্যাধি। পাবলিক ও অপরিষ্কার টয়লেট ব্যবহারের কারণে এ সমস্যা বেশি হয়।
মোবাইল নিয়ে বাথরুমে গেলে সেখান থেকেও আসতে পারে ইউটিআইয়ের জীবাণু। তাই সতর্ক হন।
৩. বাড়িতেও জীবাণু ছড়ায়:
বাথরুমে ফোন নিয়ে গেলে বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাস মোবাইলে লেগে যায়। তারপর তা পুরো বাড়িতে ছড়াতে পারে। এক সময় এসব জীবাণু নাক-মুখ দিয়ে প্রবেশ করে শরীরে কঠিন ব্যাধির সৃষ্টি করতে পারে।
এছাড়াও ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই অভ্যাস যাদের মধ্যে আছে, তারা এখনই সতর্ক হয়ে যান। না হলে কঠিন ব্যাধিতে আক্রান্ত হতে পারেন। এর কারণ হলো বাথরুম বা টয়লেট জীবাণুর আতুরঘর। তাই বাথরুমে গিয়ে ফোন ঘাটার এই অভ্যাস যাদের রয়েছে তারা আজই এই কাজ টি বাদ দিয়ার চেষ্টা করুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url