পোস্ত দানার উপকারিতা
পোস্ত দানার উপকারিতা
১০ই সেপ্টেম্বর রবিবার, ২০২৩
ছবি সংগীত
আমরা অনেকে কমবেশি প্রস্তুত আনা চিনি এবং অনেকেই আছে যারা এটি কি তা জানে না।পোস্তদানা ছাড়া ভোজনরসিক বাঙালির বার মাস যেন পূরণই হয় না। আলু-পোস্ত। এটি আমাদের জন্য একটি উপকারী শস্য যা বিভিন্ন পদ্ধতি তে রান্না করে খাওয়া যায়।
এটি কিনা শরীরের বিভিন্ন রোগের উপশম ঘটাতে সাহায্য করে। জিভে জল আনা পোস্ত মধ্যে রয়েছে ডায়টেরি ফাইবার, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম এবং আয়রন।
তাহলে চলুন জেনে নেওয়া পোস্তর স্বাস্থ্য উপকারিতা গুলি কী কী:
> ইনসোমনিয়ার সঙ্গে লড়াই করতে সাহায্য করে।
> হাড়কে মজবুত করে।
> হজম ক্ষমতা উন্নত করে।
> মুখের আলসারের চিকিৎসা করতে সাহায্য করে।
>রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে।
>চোখের জন্য ভালো।
এটি বিশেষ করে তরকারি রান্না করা এবং এটি ভর্তা করে ও খাওয়া যায়।
ওই দানায় রয়েছে জরুরি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা সিক্স ফ্যাট। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হার্ট ডিজিজ দূরে রাখে। মোট কথা নিয়ন্ত্রিত মাত্রায় খেতে পারলে হার্টের কার্যকারিতা স্বাভাবিক রাখতে সাহায্য করে পোস্ত।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url