মশা মুক্ত রাখুন বাড়ি - ঘর এই ৫ টি উপায়ে
মশা মুক্ত রাখুন বাড়ি - ঘর এই ৫ টি উপায়ে
২৩শে জুলাই রবিবার, ২০২৩
বর্ষা মৌসুম আসলেই বেড়ে যায় মশার উৎপাত। বিভিন্ন জায়গায় যেমন নর্দমা, ভাঙ্গা পাত্র, বৃষ্টি পানি জমে সেখানে মশার সৃষ্টি হয়। সম্প্রতি সময়ে এটি মহামারী রাখার ধারণ করেছে। গ্রামের মানুষ এবং শহরের মানুষের জীবন যাপন অতিষ্ঠ করে চলেছে এই ডেঙ্গু মশা।
একটি মারাত্মক রোগ হিসেবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। সবাই এই হাত থেকে রেহাই পাওয়ার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করে থাকে। আজকের পোস্টটিতে বাড়িঘর মশামুক্ত রাখার পাঁচটি উপায় আলোচনা করব-
১/ জমে থাকা পানি ফেলে যাওয়াঃ
এই বর্ষা মৌসুমে যেকোনো জায়গায় বা যেখানে পানি জমতে পারবে এমন জায়গাতেই মশারা ডিম পেড়ে বংশবিস্তার করে। আমাদের বাড়ির চারপাশে যে সকল জায়গায় পানি জানতে পারে সে সকল জায়গার পানি ফেলে দেওয়া উচিত। এতে মশা মাংস বিস্তার করতে পারবে না এবং পরিবেশন নোংরা হবে না।
ভাঙ্গা বালতি বা পাত্র বাহিরে রাখা উচিত না এতে ডেঙ্গু মশা ডিম পাড়ে এবং বংশ বিস্তার করে। এর ফলে মশার বিস্তার আরো বেড়ে যায়। মশার হাত থেকে রক্ষা পেতে হলে এই সমস্ত স্থানে পানি জমতে দেয়া একেবারেই উচিত না। যেকোনো জায়গায় পানি জমে থাকলে সাথে সাথে ফেলে দেয়া উচিত এতে মনসা বংশবিস্তার করতে পারবে না এবং ডেঙ্গুর হাত থেকে আমরা রক্ষা পেতে পারবো।
২/ গ্যাস বা কর্পূরের ব্যবহার
মশা মারার জন্য বিভিন্ন ধরনের গ্যাস বাজারে পাওয়া যায়। ডেঙ্গু মশা তাড়ানোর জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি বা কর্পূর গুড়ো করে তা একটা বাটির মধ্যে দিয়ে তাতে আগুন জ্বালিয়ে দিলে যে ধোয়া তৈরি হয় তাতে মশা দ্রুত পালিয়ে যায় বা মারা যায়।
ডেঙ্গু মশার হাত থেকে রক্ষা পেতে আমরা এটি ব্যবহার করতে পারি। কর্পূর ব্যবহারের ফলে কোন প্রকারের শ্বাসকষ্টের সমস্যা দেখা দেবে না।
৩/কয়েল বা ধূপকাঠি
যে ধূপকাঠি বা আগরবাতি আমরা ব্যবহার করি তা দিয়েও খুব সহজে মশা তাড়ানো যায। একসাথে তিন-চারটেই ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে ঘরে জানালা দরজা খুলে দিলে মশা চলে যাবে। এবং ডেঙ্গু মশা মারতে হলে ডেঙ্গু মশার কয়েল বা ধুপকাঠি ব্যবহার করতে হবে ।
কয়েল ব্যবহার করলে অনেকের শ্বাসকষ্ট বা বিভিন্ন ধরনের অসুখ দেখা দেয় তাই অনেকেই কয়েল ব্যবহার করা থেকে এড়িয়ে চলে।
৪/ যার এর ব্যবহার
একটি বোতল দিয়ে খুব সহজে আমরা মশা মারা যার তৈরি করতে পারি। এছাড়া বাজারে বিভিন্ন ধরনের মশা মারার জার পাওয়া যায়। এগুলোকে ইলেকট্রনিক্স যারও বলা হয়ে থাকে।
এই ইলেকট্রনিক্স যার এর মাধ্যমে খুব সহজে মশা যারের মধ্যে এসে বসে এবং মারা যায়।
৫ / ইলেকট্রিক রেকেট
আজকাল বাজারে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যন্ত্র পাওয়া যাচ্ছে যা দ্বারা মশা মারা যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে ইলেকট্রনিক রেকেট। যা বৈদ্যুতিক দ্বারা চার্জ করা হয় এবং সুইচ এর মাধ্যমে যে কোন সময় মশা মারা যায়।এটি দামে অনেক কম এবং খুব সহজে মশা মারা যায়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url