OrdinaryITPostAd

তৈরি করুন মজাদার খাসির মাংসের রেজালা

তৈরি করুন মজাদার খাসির মাংসের রেজালা 

০৬ জুলাই বৃহস্পতিবার ২০২৩


খাসির মাংস খেতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। তবে সেটি যদি হয় রেজাল্টা তাহলে তো কথাই নেই। অনেকে খাসির মাংসের রেজালা তৈরি সঠিক নিয়মটি জানে না। চলুন আজকে পোস্টটিতে শেয়ার করব কিভাবে মাংসের রেজালা তৈরি করবেন। আসুন তবে  রেসিপিটি জেনে নেয়া যাক -




তৈরি করতে যা লাগবে- 


খাসির মাংস- ৫০০ গ্রাম
আদা বাটা- আধা টেবিল চামচ
রসুন বাটা- ১ চা চামচ
পেঁয়াজ বাটা- সিকি কাপ
হলুদের গুঁড়া- আধা চা চামচ
মরিচের গুঁড়া- আধা চা চামচ
জিরার গুঁড়া- আধা চা চামচ
ধনিয়া গুঁড়া- আধা চা চামচ
পোস্তদানা বাটা- আধা টেবিল চামচ
তেল- সিকি কাপ
ঘি- ১ টেবিল চামচ
লবণ- স্বাদ অনুযায়ী
কাঁচা মরিচ- ৮-১০টি
তেজ পাতা- ১-২টি

দারুচিনি- ২ টুকরা

এলাচ- ২টি

পেঁয়াজ কুচি- আধা কাপ

আলু- ৪টি
কেওড়া জল- ১ টেবিল চামচ।


যেভাবে তৈরি করবেন- 


মাংস টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে তেল গরম করে তাতে দারুচিনি, এলাচ, তেজপাতা ও পেঁয়াজ বাদামি করে ভাজুন। এরপর মাংস ও লবণ দিয়ে তা ১০-১৫ মিনিট ভেজে নিন। মাংস ভাজা হলে তাতে পোস্তদানা বাটা ও জিরা বাদে অন্যান্য বাটা মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঢেকে দিন। 



১০-১৫ মিনিট পর ঢাকনা খুলে এককাপ গরম পানি দিয়ে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করুন। আলুগুলো খোসা ছাড়িয়ে লম্বালম্বি মাঝখান থেকে কেটে ২ টুকরা করে দিন। পানি শুকিয়ে এলে আরও ১ থেকে দেড় কাপ গরম পানি দিয়ে আলু এবং ৪টি কাঁচা মরিচ দিয়ে নেড়ে ঢেকে দিন। ১০ মিনিট পর ঢাকনা খুলে জিরা গুঁড়া ও পোস্তদানা বাটা দিয়ে নেড়ে আবারও ঢেকে দিন। 



আলু সেদ্ধ হয়ে গেলে আঁচ কমিয়ে দিন। ঢাকনা খুলে প্রয়োজন হলে সামান্য পানি দিয়ে নেড়ে দিন। এরপর বাকি কাঁচা মরিচ ও কেওড়া দিয়ে হালকা নেড়ে ঢেকে দিন। মাংস মজে তেল অল্প ছাড়লে ১ টেবিল চামচ ঘি দিয়ে নেড়ে ঢেকে দিন। ১০-১৫ মিনিট পর চুলা বন্ধ করে দমে রাখুন কিছুক্ষণ। খাবার আগে গরম গরম পরিবেশ করুন খাসির রেজালা। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪