OrdinaryITPostAd

কাঠের আসবাবপত্রের ছত্রাক দূর করার দুর্দান্ত উপায়

কাঠের আসবাবপত্রের ছত্রাক দূর করার দুর্দান্ত উপায়


১০এ জুলাই সোমবার, ২০২৩


আমাদের সকলের বাসায় কাঠের আসবাবপত্র রয়েছে। এই বর্ষাকালে অনেক সময় দেখা যায় কাঠের আসবাবপত্রে ছত্রাক বা ঘুন ধরতে শুরু করেছে । কাঠের আসবাবপত্রে ছত্রাক বা ঘুন যদি একবার ধরে তবে সেই আসবাবপত্র খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বিশেষ করে বর্ষাকালে এটির উপদ্রব বেড়ে যায়। কাঠের আসবাবপত্রের ছত্রাক দূর করার কিছু দুর্দান্ত উপায় আজকের পোস্টটিতে শেয়ার করা হলো। আসুন জেনে নিই উপায় গুলো কি  -




বার্নিস :

কাঠের আসবাবে ছত্রাকের সমস্যা থেকে রেহাই দিতে পারে বার্নিশ। কাঠের কাজ যারা করেন, তাদের দিয়ে বছর দু’বার বা অন্তত একবার কাঠের আসবাব বার্নিশ করিয়ে নিন। বিশেষ করে বর্ষার আগে বার্নিশ করালে আসবাব ভাল থাকবে। এটা নিয়মিত করলে কাঠের আসবাব বহুদিন চলবে।

তেল:

কাঠের আসবাবপত্র নিয়মিত পরিষ্কার করুন এবং মাসে একবার সরিষা বা নারিকেল তেল শুকনো কাপড় এর সাথে মিশিয়ে আসবাবপত্র পরিষ্কার করে নেন।। এতে আসবাবপত্র থাকবে ঝকঝকে এবং পরিষ্কার সাথে ছত্রাকমুক্ত। 

মেঝে বা মাটিতে না রাখা :

কাঠের আসবাব কি মাটি ছুঁয়ে আছে? তা হলে সেখান থেকেও বাষ্প উপরে উঠে আসতে পারে। আসবাবের পায়াগুলির তলায় ধাতব কিছু রেখে দিন। দেখবেন এতে সমস্যা মিটবে।

আসবাবের উপর বর্ষাকালে বেশি ধুলা জমতে দেবেন না। ধুলা বাতাসের জলীয়বাষ্প টেনে আনে। তাই নিয়মিত কাঠের আসবাব পরিষ্কার করুন।


ভেজা কাপড় ব্যবহার না করাঃ


আসবাবের উপরের ধুলা পরিষ্কার করতে ভেজা কাপড় একেবারেই ব্যবহার করবেন না। তা হলে ছত্রাক দূর তো হবেই না, উলটে সমস্যা আরও বাড়বে।


কাঠের স্প্রে :


বর্ষাকালে কাঠের আসবাবের পাল্লা আঁটোসাঁটো হয়ে গেলে তেল দেবেন না। তাতেও কাঠের ক্ষতি হয়। এই ধরনের সমস্যা দূর করতে স্প্রে মোম পাওয়া যায়। সেটা ব্যবহার করুন।



কাঠের আসবাব এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত রোদ আসে। সঙ্গে খেয়াল রাখবেন বৃষ্টির পানি যেন কোনওভাবে কাঠের আসবাবের গায়ে না লাগে। কোনও কারণে কাঠের আসবাবে পানি পড়লে, সঙ্গে সঙ্গে মুছে নিন। কাঠের আসবাবে পানি থেকে গেলে ছত্রাক জন্মানোর সুযোগ বেড়ে যায়।কাঠের আসবাবপত্রের যত্ন একটু বেশি নেয়া প্রয়োজন পড়ে কেননা তা বয়স বাড়ার সাথে সাথে এর উজ্জ্বলতা কমে যায়। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪