OrdinaryITPostAd

দ্রুত কমে উচ্চ রক্তচাপ এমন ১০টি খাবার

 দ্রুত কমে উচ্চ রক্তচাপ এমন ১০টি খাবার

১৫ এপ্রিল শনিবার, ২০২৩



প্রেসার বেশি থাকলে বড্ড মুশকিল। এক্ষেত্রে স্ট্রোক (Stoke), হার্ট অ্যাটাকের (Heart Attack) ঝুঁকে বাড়ে কয়েকগুণ। তবে চিন্তা নয়। এক্ষেত্রে টক জাতীয় খাবার, টমেটো, ধনে পাতা, চিয়া ও তিসি বীজ সহ ১০টি খাবার পাতে রাখতে পারলে সমস্যা মিটতে পারে।


হাই প্রেশার একটি জটিল সমস্যা। এবার প্রেশার থাকলে তা নিয়ন্ত্রণে আপনাকে ওষুধ খেতে হবে। তবে কেবল ওষুধ খেয়ে কিছু হবে না। বরং এর পাশাপাশি আপনাকে নিজের খাবারদাবারের দিকেও দিতে হবে নজর। তবেই সুস্থ থাকা হবে সম্ভব।

এবার প্রেশার (Blood Pressure) খুবই ভয়ঙ্কর এক সমস্যা। এই সমস্যা দেখা দিলে প্রতিটি মানুষকে অবশ্যই হয়ে যেতে হবে সতর্ক। এক্ষেত্রে রক্তনালীর অভ্যন্তরীণ দেওয়ালে চাপ থাকে অনেক বেশি। সেই কারণেই তৈরি হয় সমস্যা। এই অবস্থায় প্রতিটি মানুষকে অবশ্যই সতর্ক থাকতে হবে।


প্রতিবছর অসংখ্য মানুষ এই সমস্যায় আক্রান্ত হচ্ছেন। ১৪০/৮০-এর উপরে প্রেশার পৌঁছালেই বুঝতে হবে সমস্যা রয়েছে। প্রেশার ১৮০/৯০-এর উপরে চলে গেলে সমস্যা অনেকটা বেড়ে গিয়েছে বলে বলা হয়। সাধারণত প্রেশারের ক্ষেত্রে কোনও লক্ষণ তেমনভাবে দেখা দেয় না। তবে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের মতো অসুখের ঝুঁকি এক্ষেত্রে অনেকটাই বেড়ে যায়। এক্ষেত্রে বিভিন্ন পুষ্টিবিদরা জানাচ্ছেন যে প্রেশার নিয়ন্ত্রণের জন্য খাদ্যাভ্যাস (Diet) ও জীবনযাত্রায় (Lifestyle) কয়েকটি পরিবর্তন আনতে হবে।


​টক জাতীয় ফল



বিপি হাই থাকলে খেতে পারেন টক জাতীয় ফল। যে কোনও ধরনের লেবু, মোসুম্বি ইত্যাদি অনায়াসে খেতে পারেন। এই ফলগুলিপ্রেশার কমাতে পারে। এই ফলগুলিতে ভিটামিন থাকে ভরপুর। এমনকী খনিজও রয়েছে। এই সব বিষয়গুলি একত্রিত হয়ে মানুষকে সুস্থ থাকতে সাহায্য করে। এই ফল আপনি সাধারণ উপায়ে খেতে পারেন। আবার স্যালাড হিসাবেও খেতে পারেন এই ফল। এছাড়া জ্যুস করেও খাওয়া সম্ভব।


​ধনে পাতা


ধনে পাতা খুবই জনপ্রিয় এক খাদ্য। এমনকী এই খাদ্যও পারেপ্রেশার কমাতে। তাই আপনি চাইলে এই খাবার অনায়াসে খেতে পারেন।


​চিয়া ও তিসির বীজ



চিয়া ও তিসির বীজ খুবই ছোট হয়। তবে এই খাবারের পুষ্টিগুণ কিন্তু কম নয়। এরমধ্যে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবার। এই সমস্ত বিষয়গুলি প্রেশার নিয়ন্ত্রণের জন্য দারুণ উপকারী। এছাড়া আপনি চাইলে বিভিন্ন সবুজ শাক খেতে পারেন। এমনকী করতে পারেন এক্সারসাইজ। তবেই সমস্যা কমবে।

​ব্রকোলি




ব্রকোলিতে রয়েছে ভালো পরিামাণে ফ্ল্যাভানয়েডস ও অ্যান্টিঅক্সিডেন্ট। এই সমস্ত উপাদান কমাতে পারে প্রেশার। এক্ষেত্রে রক্তনালী ও নাইট্রিক অক্সাইডের কার্যকারিতা বাড়ানোর মাধ্যমেই এই কাজটি করা সম্ভব হয়।

গাজর



গাজরে বেশি পরিমাণে রয়েছে ফেনোলিক যৌগ যেমন ক্লোরোজেনিক, পি কিউমেরিক এবং ক্যাফেইক অ্যাসিড। এই যৌগ রক্তনালীকে রিল্যাক্স করতে সাহায্য করে। এমনকী কমাতে পারে প্রদাহ। এই কারণে কমে প্রেশার।


​পেস্তা বাদাম





পেস্তা হল একটি ড্রাইফুট। এই বাদাম কমাতে পারে প্রেশার। এর মধ্যে ভালো হার্ট ভালো রাখার নানা উপাদান রয়েছে। এক্ষেত্রে প্রেশারে আক্রান্ত মানুষ যে কোনও উপায়ে খেতে পারেন পেস্তা বাদাম।

​কুমড়োর বীজ




কুমড়োর বীজ অনেক বাড়িতেই রান্না হয়। আসলে এই বীজে রয়েছে ভালো পরিমাণে পুষ্টিগুণ। এক্ষেত্রে প্রেশার আক্রান্ত মানুষজন অবশ্যই খেতে পারেন এই বীজ। এর মাধ্যমে কমতে পারে প্রেশার।

​বিনস ও ডাল




প্রোটিন ও ফাইবারের অন্যতম উৎস হল বিনস ও ডাল। এর মধ্যে অন্যান্য পুষ্টিগুণও রয়েছে। তাই বিশেষজ্ঞরা বলেন যে হাই বিপি আক্রান্ত মানুষ বিনস ও ডাল খেতেই পারেন। এক্ষেত্রে খুবই কম সময়ের মধ্যে কমে যায় প্রেশার।


​টমটো


টমেটোর মধ্যে ভালো পরিমাণে পটাশিয়াম ও ক্যারোটিনাইলয়েড পিগমেন্ট লাইকোপিন রয়েছে। লাইকোনপিন হার্টের জন্য খুবই ভালো। এক্ষেত্রে প্রেশার কমাতে চাইলেও আপনার হাতিয়ার হতে পারে টমেটো।

​ফ্যাটি ফিশ




বিশেষজ্ঞরা বলছেন, বিপি কমাতে চাইলে আপনাকে স্যালমন ও ফ্যাটি ফিস খেতে হবে। এক্ষেত্রে এই মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি (Omega 3 Fatty Acid) অ্যাসিড। এটা হার্টের জন্যও ভালো। তাই এবার থেকে খেতে শুরু করে দিতেই পারেন এই মাছ।

সুতরাং প্রেসার কমাতে চাইলে আমাদেরকে উক্ত  খাবারগুলি মেনে চলতে হবে । নিয়মিত খাদ্য অভ্যাস এবং ব্যায়াম করতে হবে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪