ঈদের দিন পালনীয় সুন্নাতসমূহ
ঈদের দিন পালনীয় সুন্নাতসমূহ
দীর্ঘ এক মাস রোজা পালন শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আগামীকাল মঙ্গলবার (৩ মে)। নতুন জামাকাপড়, ঘরে ঘরে বাহারি খাবারে ম-ম ঘ্রাণ, চারপাশে প্রিয় মানুষজন, উপচেপড়া আনন্দ
যেন সবার মনেই। এ দিনটি আল্লাহর কাছ থেকেও পুরস্কার লাভের দিন। ঈদের দিন বেশকিছু সুন্নাত আমল করা যেতে পারে, যা আমাদের প্রিয় নবি হজরত মুহাম্মাদ (সা.) করতেন। আসুন জেনে নিই ঈদের দিন পালনীয় সুন্নাতসমূহ ।
১. অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া।
২. মিসওয়াক করা।
৩. গোসল করা।
৪. শরীয়তসম্মত সাজসজ্জা করা।
৫. সামর্থ অনুপাতে উত্তম পোশাক পরিধান করা।
৬. সুগন্ধি ব্যবহার করা।
৭. ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টিজাতীয় খাবার, যেমন- খেজুর, সেমাই ইত্যাদি খাওয়া।
৮. সকাল সকাল ঈদগাহে যাওয়া।
৯. ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা।
১০. ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা। ১১. যে রাস্তায় ঈদগাহে যাবে, সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা।
১২. পায়ে হেঁটে যাওয়া।
১৩. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে তাকবির পড়তে থাকা।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url