ত্বকের যত্নে কাঁচা নয় ব্যবহার করা যায় গুঁড়ো হলুদও!
ত্বকের যত্নে কাঁচা নয় ব্যবহার করা যায় গুঁড়ো হলুদও!
সময়ের অভাবে যদি কাঁচা হলুদ ত্বকের যত্নে ব্যবহার করতে না-ও পারেন, সে ক্ষেত্রে গুঁড়ো হলুদ দিয়েও কিন্তু একই ভাবে ত্বকচর্চা করা যেতে পারে। আসুন কি ভাবে ব্যাবহার করতে হবে তা জেনে নিয়া যাক আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে।
কিন্তু ত্বকের জন্য গুঁড়ো হলুদ দিয়ে প্যাক কী ভাবে তৈরি করবেন?
তৈলাক্ত ত্বকে যদি ব্রণর সমস্যা থাকে, সে ক্ষেত্রে একটি বাটিতে সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ নিন। এর মধ্যে মেশান সামান্য মধু এবং দই। চাইলে দইয়ের পরিবর্তে কাঁচা দুধও মেশাতে পারেন। মুখে এই মিশ্রণ মেখে রেখে দিন মিনিট কুড়ি। শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।
সারা দিন রোদে ঘুরে ত্বকের হারানো জেল্লা যদি ফিরে পেতে চান, সে ক্ষেত্রে একটি বাটিতে ২ চামচ বেসন নিন। এর মধ্যে মেশান আধ চা চামচ হলুদ গুঁড়ো, ২ চা চামচ মধু এবং ডাবের জল। এই মিশ্রণ ১০ থেকে ১৫ মিনিট মুখে মেখে রেখে দিন। শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।
রোদে তেতে পুড়ে এসে যদি মুখ যদি জ্বালা করে বা র্যাশ বেরোয় তখনও কিন্তু হলুদের প্যাক ব্যবহার যায়। একটি বাটিতে ১ টেবিল চামচ দই নিন। এর মধ্যে মিশিয়ে নিন সামান্য হলুদ গুঁড়ো এবং মধু। এ বার এই মিশ্রণটি ফ্রিজে কিছু ক্ষণ রেখে দিন। ঠান্ডা অবস্থায় মুখে মেখে নিন। মুখ লাল হয়ে যাওয়া, জ্বালা ভাব অনেকটাই কমবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url