নিজেই তৈরি করুন ফেয়ারনেস নাইট ক্রিম!!!
নিজেই তৈরি করুন ফেয়ারনেস নাইট ক্রিম!!
উপকরণ
-কাঠবাদাম ১০ টি
-দুধ বা গোলাপ জল
-টকদই ১ কাপ
-১ টেবিল চামচ মধু
-১ চা চামচ কমলার রস
-৪-৫ দানা জাফরান
-১ টা ভিটামিন সি ট্যাবলেট
-১ টা ভিটামিন ই ক্যাপসুল
-সংগ্রাহক পাত্র
পদ্ধতি
১। কাঠবাদাম গুলোকে সারা রাত দুধ বা গোলাপ জলে ভিজিয়ে রাখুন।
২। পরের দিন সকালে বাদামগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড বা শিল পাটায় বেটে নিন, খুব মিহি পেস্ট হতে হবে।
৩। বাদাম হয়ে গেলে জাফরানেরও পেস্ট তৈরি করে নিন।
৪। এবার পরিষ্কার একটি বাটিতে বাকি সব উপকরণ যেমন টকদই, মধু, লেবুর রস আর পেস্ট গুলো মিশিয়ে নিন।
৫। তারপর ভিটামিন সি ট্যাবলেট টি গুঁড়ো করে নিন এবং ভিটামিন ই ক্যাপসুলটি ফুটো করে ভেতর থেকে তেল বের করে নিন।
৬। এবার সবগুলো উপকরণ ভালো ভাবে মিশিয়ে যে পাত্রে সংগ্রহ করতে চান সেটাতে রেখে দিন।
৭। পাত্রটিকে প্রথম ২৪ ঘণ্টা ডিপ ফ্রিজে এবং তারপর নরমাল ফ্রিজে রাখুন।
৮। এবার প্রতিদিন রাতে ফেস ওয়াশ দিয়ে মুখ ভালো ভাবে পরিষ্কার করে ব্যবহার করুন নিজের তৈরি করা নাইট ক্রীম।
নিয়ম মেনে টানা ২ সপ্তাহ ব্যবহারেই ফলাফল দেখতে পাবেন। আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল, মসৃণ, নমনীয়, রোদে পোড়া দাগহীন ও দিপ্তীময় আর নিজেই নিজের ত্বকের প্রেমে পড়ে যাবেন। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি বলে কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই সম্পূর্ণ লাভজনক এ বিউটি রেসিপিটি কবে ট্রাই করতে যাচ্ছেন আপনি?
তবে নিজে নাইট ক্রিম তৈরি না করতে চাইলে। ভালো মানের নাইট ক্রিম কিনে ব্যবহারও করতে পারেন। সেক্ষত্রে সঠিক পণ্যটি পাবেন কিনা এমন অনিশ্চয়তায় পড়েন। তবে সীমান্ত স্কয়ার ও যমুনা ফিউচার পার্কে শপ.সাজগোজ.কম-এর ফিজিকাল শপ ও তাদের অনলাইনে আপনার পণ্য কিনতে পারবেন। এছাড়া আন্তর্জাতিক মানের নাইট ক্রিম কিনুন এই লিঙ্কে ক্লিক করে। সবার সুসাস্থ্য কামনায় আজ এ পর্যন্তই।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url