জেনে নিন ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ
জেনে নিন ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ
০৬ই এপ্রিল বৃহস্পতিবার, ২০২৩
পবিত্র রমজান শেষে ঈদুল ফিতর কবে হতে পারে সেই তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। সোমবার (৩ এপ্রিল) তারা জানিয়েছেন, ১৪৪৪ সালের শাওয়াল মাসের তারিখ হবে এপ্রিলের ২১ তারিখ। সে অনুসারে ঈদুল ফিতরের প্রথম দিনও হবে ২১ এপ্রিল। যারা ঈদুল ফিতরের তারিখ জানতে চান আজকের পোস্ট টি মুলত তাদের জন্য।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন অনুসারে, আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছে, ২০ এপ্রিল পূর্ণ হবে রমজান মাসের চন্দ্রকলা। তাই স্বাভাবিকভাবেই তার পরদিন অর্থাৎ, ২১ এপ্রিল হবে শাওয়াল মাসের প্রথম দিন।
ঈদুল ফিতরের বিষয়টি নিশ্চিত করে আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান বলেন, ‘রমজান মাসের চন্দ্রকলা পূর্ণ হবে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ৮ টা ৩৬ মিনিটে। সেদিনই সূর্যাস্তের ২২ মিনিট পর শাওয়ালের চাঁদ দেখা যাবে।’
সংযুক্ত আরব আমিরাতের সরকার আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির দেয়া তারিখের সঙ্গে একমত পোষণ করলে দেশটিতে চারদিনের সরকারি ছুটি শুরু হবে ২১ এপ্রিল থেকে। চলবে ২৪ এপ্রিল পর্যন্ত।
প্রতিটি হিজরি বছরের দশম মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের প্রথম দিনে মুসলিম বিশ্বে বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে পালিত হয় ঈদুল ফিতর।
প্রতিটি হিজরি বছরের দশম মাস রমজানের রোজা শেষে শাওয়াল মাসের প্রথম দিনে মুসলিম বিশ্বে বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে পালিত হয় ঈদুল ফিতর।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url