নাকের দুপাশে ভরে যাচ্ছে ব্ল্যাকহেড্স? ঘরে বসেই দূর করুন এই ৪ সহজ উপায়ে!
নাকের দুপাশে ভরে যাচ্ছে ব্ল্যাকহেডস? ঘরে বসেই দূর করুন এই ৪ সহজ উপায়ে!
নিয়মিত ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। নাহলে দূষণ, ধুলো ময়লা নানা কারণে ত্বকের বারোটা বাজতে শুরু করে। আমাদের নাকের দুপাশে ভরে যায় ব্ল্যাকহেডস। কারও কম বা কারও বেশি। তবে এই সমস্যা সবারই আছে। কী উপায়ে ঘরে বসেই এই ব্ল্যাকহেডস দূর করা সম্ভব? জেনে নিন আপনি। কাজে লাগান সেই পদ্ধতি আর ঘরে বসেই ব্ল্যাকহেডস রিমুভ করুন।
তবে ব্ল্যাকহেডস(Blackheads) এবং হোয়াইট হেডসের সমস্যা আমাদের সবারই কম বেশি আছে। নাকের দুপাশে, নাকের উপর এই কালো কালো দানার মতো স্পট দেখা যায়। এগুলোই ব্ল্যাকহেডস। কারও কারও ব্ল্যাকহেডস কম থাকে, কারও কারও বেশি থাকে। কিন্তু এই ব্ল্যাকহেডস দূর (Blackheads Removal) করার জন্য পার্লরে যাওয়ার কোনও প্রয়োজন নেই। ঘরে বসেই এই ব্ল্যাকহেডস দূর করা সম্ভব।
ব্ল্যাকহেডস কী, কোথায় দেখা যায়?
আসলে দিনের পর দিন ত্বকে ময়লা জমতেই থাকে। সঠিকভাবে এক্সফোলিয়েট না করলে ত্বকে নানা সমস্যা বাড়তেই থাকে। এছাড়া যাদের ত্বক তৈলাক্ত, তাদের সমস্য়া আরও বেশি। সাধারণত নাকের দুপাশে তেল নিঃসরণ হয় বেশি। এইসব জায়গায় ত্বকের পোরস বা রোমের ফলিকল তেল, মৃত কোষ ও ব্যাকটেরিয়া দ্বারা বদ্ধ হয়ে থাকে। সেটাই ব্ল্যাকহেডস।
এই ব্ল্যাকহেডস রিমুভ করার জন্য আমাদের পার্লরে ছুটতে হয়। পার্লরে গিয়ে ব্ল্যাকহেডস রিমুভ করাতে হয়। ফেসিয়াল করার সময় বা ক্লিন আপ করার সময়েও ব্ল্যাকহেডস রিমুভ করে দেওয়া হয়। তবে বাড়িতেও এই ব্ল্যাকহেডস রিমুভ করা সম্ভব। কীভাবে? জেনে নিন ঝটপট।
দুধ ব্যবহার করুন
দুধে আছে এনজাইম, প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ উপাদান। তাই দুধ ব্ল্যাকহেডস দূর করতে খুবই কাজে দেয়। এছাড়া ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে আপনার বলিরেখাও মলিন করে তোলে। ব্ল্যাকহেডস রিমুভ করতে কীভাবে দুধ ব্যবহার করতে হবে?
আপনার প্রয়োজন দুই টেবিল চামচ দুধ। এর সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস নিন। এবং তাতে সামান্য পরিমাণে দানা দানা সামুদ্রিক লবণ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ ব্ল্যাকহেডসের উপর লাগিয়ে নিন। সামান্য ঘষে নেবেন। তাই বলে জোরে জোরে চাপ দিয়ে ঘষবেন না। এরপর ধুয়ে ফেলুন। এতে ব্ল্যাকহেডসের সমস্যা দূর হবেই।
ওটস ব্যাবহার করুন এভাবে
এই ব্ল্যাকহেডস দূর করার জন্য আপনি আরও কয়েকটি ঘরোয়া উপাদান ব্যবহার করতে পারেন। যেমন ওটস ব্যবহার করুন। এর সঙ্গে মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন। কীভাবে ব্যবহার করবেন? ব্ল্যাকহেডস দূর করতে কীভাবে কাজে লাগাবেন এই ওটসকে?
একটি পাত্রে ওটস নিন পরিমাণ মতো। ওটসের গুঁড়ো নিন। কিংবা ওটস যেন সামান্য দানা দানা থাকে। তা ভালো করে মিশিয়ে নিন। এর সঙ্গে সামান্য জল এবং মধু মিশিয়ে নিন। ওটস আপনার ত্বককে এক্সফোলিয়েট করবে এবং মধু আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। ব্ল্যাকহেডসের উপর এই প্যাক লাগিয়ে নিন। সামান্য ঘষে নিলেই হবে। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
ডিমের সাদা অংশ কাজে লাগাতে পারেন
ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ থেকেই কিন্তু নানা সমস্যা বাড়তে থাকে। এর ফলেই ব্ল্যাকহেডস বাড়ে কিংবা ব্রণর সমস্য়া দেখা দেয়। এবার আপনার মুখের অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করতে হবে। তার জন্য় আপনাকে সাহায্য় করতে পারে ডিমের সাদা অংশ। এই এগ হোয়াইট অতিরিক্ত তেল নিঃসরণ রোধ করে। ধুলো-ময়লা থেকে ত্বককে সুরক্ষিত রাখে। তাই ব্ল্যাকহেডস হওয়ার সম্ভাবনাও অনেক কম করে। এই সাদা অংশে আছে অ্যালবুমিন। এটিই কিন্তু ব্ল্যাকহেডসে দূর করার জন্য খুব কাজে দেয়।
ডিমের সাদা অংশ নিন একটি পাত্রে। একটা ডিম নিলেই হনে। এর সঙ্গে মেশাতে হবে এক চা চামচ মধু। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আপনার মুখে যেখানে ব্ল্যাকহেডস আছে, সেখানে এটি ভালো করে লাগিয়ে নিন। তার কিছুক্ষণ পর মুখ ধুয়ে ফেলুন। কয়েকদিনেই পার্থক্য চোখে পড়বে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url