OrdinaryITPostAd

নিয়মিত পেঁয়াজ খেলে কী কী রোগ দূরে থাকবে জানেন? শুনে নিলেই সকাল-বিকেল খাবেন!

 

নিয়মিত পেঁয়াজ খেলে কী কী রোগ দূরে থাকবে জানেন? শুনে নিলেই সকাল-বিকেল খাবেন!

   ১০ এপ্রিল সোমবার, ২০২৩



পেঁয়াজ এক গুণি সবজি। এতে রয়েছে নানা ধরনের ভিটামিন ও খনিজ। ফলে বহু রোগ থেকে অনায়াসে মানুষকে মুক্তি দিতে পারে পেঁয়াজ। আসুন বিস্তারিত জানা যাক।


পেঁয়াজ আমাদের রান্নাঘরে সবসময় মজুত থাকে। দেশের একটি অংশের মানুষ একে আমিষ বলে মানলেও, অপর অংশ কিন্তু এই খাবারকে নিরামিষ মনে করে। তবে সে সব কথা আজ নয় অন্যদিন হবে। বরং আজ শুধু পেঁয়াজের গুণ নিয়ে আলোচনা করা যাক।

আমাদের মধ্যে অনেকেই কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন। এনারা মুড়ি থেকে ভাত, সবের সঙ্গেই একটা কাঁচা পেঁয়াজ মুখে তোলেন। বিশেষজ্ঞরা বলছেন, স্বাদের তাগিদে খাবারটি খেলেও, অজান্তেই তাঁরা শরীরের উপকারই করছেন। কারণ পেঁয়াজ খেলে বহু অসুখ থেকে দূরে থাকা যায়।

শুধু কাঁচা পেঁয়াজ নয়, বরং রান্নায় পেঁয়াজ দিলেও সমান উপকার পাবেন। সেক্ষেত্রে শুধু একটু সচেতন হয়ে তেল-মশলা কম দিতে হবে সেই রান্নায়। তবেই পেঁয়াজে উপস্থিত নানা উপস্থিত নানা উপকারী উপাদানের সুফল মিলবে। আর আপনি থাকতে পারবেন নীরোগ।

১. পুষ্টির ভাণ্ডার



পুষ্টির ভাণ্ডার রয়েছে পেঁয়াজে। এতে আছে ভিটামিন সি, ভিটামিন বি, ফোলেট, বি৬-এর মতো জরুরি ভিটামিন। এছাড়া এই খাবারে রয়েছে পটাশিয়াম। এই খনিজ কিন্তু শরীরের বিভিন্ন কাজে প্রয়োজন পড়ে। ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণ থেকে শুরু করে নার্ভ ট্রান্সমিশন, কিডনি ফাংশনের জন্য পটাশিয়াম জরুরি। এছাড়া পেঁয়াজে ক্যালোরি থাকে খুবই কম। ফলে এই খাবারটি মুখে তুলে ওজন বাড়বে না এক ফোঁটা। অতিরিক্ত ওজনের কারণে যাঁরা চিন্তায় রয়েছেন তাঁরাও নিশ্চিন্তে পেঁয়াজ খেতে পারেন।

​২. হার্ট সুস্থ রাখে​




হার্টের অসুখে আক্রান্তের সংখ্যা এখন হু হু করে বৃদ্ধি পাচ্ছে। অনেকেই এই রোগে প্রাণ পর্যন্ত হারাচ্ছেন। তাই এই হৃদরোগ এড়ানোর পথ জানতে হবে। বিভিন্ন গবেষণায় জানা যাচ্ছে যে পেঁয়াজে এমন কিছু উপাদান রয়েছে যা কোলেস্টেরল কমিয়ে দিতে পারে। এই কারণে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়। আসলে পেঁয়াজে রয়েছে কুয়ারসেটিন নামক একটি উপাদান। এই উপাদান প্রদাহ দূর করে। ফলে হার্টের রোগ দূরে থাকে।

৩.ক্যানসার প্রতিরোধে সক্ষম


​ক্যানসার অসুখটির কথা শুনলেই মন কেমন কেমন করে। এই অসুখে আক্রান্ত হলে সমস্যার শেষ থাকে না। রোগীর পাশাপাশি তাঁর পরিবারকেও নানা জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়। এই রোগের চিকিৎসার খরচ অনেক। ফলে বহু ক্ষেত্রে সঠিক চিকিৎসাই করা সম্ভব হয় না। তাই ক্যানসার প্রতিরোধের বিষয়ে জোর দিতে বলেন চিকিৎসকরা। গবেষণা জানাচ্ছে, নিয়মিত পেঁয়াজ খেলে অনায়াসে ক্যানসার প্রতিরোধ করা যায়। বিশেষত, পাকস্থলী, কোলোন ক্যানসার থেকে রক্ষা পাওয়া যায়।

​৪. ব্লাড সুগার থাকে নিয়ন্ত্রণে


​ডায়াবিটিস একটি ঘাতক অসুখ। এই রোগে আক্রান্ত হলে সমস্যার শেষ থাকে না। একটু অনিয়ম করলেই সুগার বেড়ে কিডনি, চোখ, স্নায়ু, হার্টের উপর কুপ্রভাব পড়ে। তাই ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। বিভিন্ন গবেষণাজনিত ফলাফলে উঠে এসেছে যে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে দারুণ কার্যকরী হতে পারে পেঁয়াজ। বিশেষত যাঁদের প্রিডায়াবিটিস রয়েছে তাঁরা পেঁয়াজ খেয়ে রোগকে আটকে রাখতে পারেন।


৫. হাড়ের শক্তি বৃদ্ধি করে​



হাড়ের শক্তি নিয়ে কথা উঠলেই বেশিরভাগই ভিটামিন ডি এবং ক্যালশিয়ামের কথা বলবেন। তবে এই দুই উপাদান বাদেও হাড়ের স্বাস্থ্যের উন্নতির জন্য আরও কিছু জিনিস প্রয়োজন হয়। দেখা গিয়েছে যে, মহিলাদের ক্ষেত্রে হাড়ের সমস্যা সমাধান করতে পারে পেঁয়াজ। এক্ষেত্রে মেনোপজের পরবর্তী সময়ে হাড়ের ক্ষয়জনিত সমস্যা দূর করে হয়। তাই হাড় সুস্থ-সবল রাখতেও পেঁয়াজ খান।

সুতরাং পেয়াজ শুধুমাত্র রান্নার কাজেই নয় বরং খাবারের জন্য ব্যবহৃত হয়। এর রস বিভিন্নভাবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ করতে সাহায্য কর।  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪