নিয়মিত পেঁয়াজ খেলে কী কী রোগ দূরে থাকবে জানেন? শুনে নিলেই সকাল-বিকেল খাবেন!
নিয়মিত পেঁয়াজ খেলে কী কী রোগ দূরে থাকবে জানেন? শুনে নিলেই সকাল-বিকেল খাবেন!
পেঁয়াজ এক গুণি সবজি। এতে রয়েছে নানা ধরনের ভিটামিন ও খনিজ। ফলে বহু রোগ থেকে অনায়াসে মানুষকে মুক্তি দিতে পারে পেঁয়াজ। আসুন বিস্তারিত জানা যাক।
আমাদের মধ্যে অনেকেই কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন। এনারা মুড়ি থেকে ভাত, সবের সঙ্গেই একটা কাঁচা পেঁয়াজ মুখে তোলেন। বিশেষজ্ঞরা বলছেন, স্বাদের তাগিদে খাবারটি খেলেও, অজান্তেই তাঁরা শরীরের উপকারই করছেন। কারণ পেঁয়াজ খেলে বহু অসুখ থেকে দূরে থাকা যায়।
শুধু কাঁচা পেঁয়াজ নয়, বরং রান্নায় পেঁয়াজ দিলেও সমান উপকার পাবেন। সেক্ষেত্রে শুধু একটু সচেতন হয়ে তেল-মশলা কম দিতে হবে সেই রান্নায়। তবেই পেঁয়াজে উপস্থিত নানা উপস্থিত নানা উপকারী উপাদানের সুফল মিলবে। আর আপনি থাকতে পারবেন নীরোগ।
১. পুষ্টির ভাণ্ডার
পুষ্টির ভাণ্ডার রয়েছে পেঁয়াজে। এতে আছে ভিটামিন সি, ভিটামিন বি, ফোলেট, বি৬-এর মতো জরুরি ভিটামিন। এছাড়া এই খাবারে রয়েছে পটাশিয়াম। এই খনিজ কিন্তু শরীরের বিভিন্ন কাজে প্রয়োজন পড়ে। ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণ থেকে শুরু করে নার্ভ ট্রান্সমিশন, কিডনি ফাংশনের জন্য পটাশিয়াম জরুরি। এছাড়া পেঁয়াজে ক্যালোরি থাকে খুবই কম। ফলে এই খাবারটি মুখে তুলে ওজন বাড়বে না এক ফোঁটা। অতিরিক্ত ওজনের কারণে যাঁরা চিন্তায় রয়েছেন তাঁরাও নিশ্চিন্তে পেঁয়াজ খেতে পারেন।
২. হার্ট সুস্থ রাখে
হার্টের অসুখে আক্রান্তের সংখ্যা এখন হু হু করে বৃদ্ধি পাচ্ছে। অনেকেই এই রোগে প্রাণ পর্যন্ত হারাচ্ছেন। তাই এই হৃদরোগ এড়ানোর পথ জানতে হবে। বিভিন্ন গবেষণায় জানা যাচ্ছে যে পেঁয়াজে এমন কিছু উপাদান রয়েছে যা কোলেস্টেরল কমিয়ে দিতে পারে। এই কারণে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়। আসলে পেঁয়াজে রয়েছে কুয়ারসেটিন নামক একটি উপাদান। এই উপাদান প্রদাহ দূর করে। ফলে হার্টের রোগ দূরে থাকে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url