গরমে র্যাশ বা চুলকানি এড়াতে যা করবেন
গরমে র্যাশ বা চুলকানি এড়াতে যা করবেন
৪ই এপ্রিল ২০২৩
গরম আবহাওয়ায় ত্বকে বিভিন্ন সংক্রমণ হয়ে থাকে। বিশেষ করে প্রচণ্ড তাপমাত্রায় অনেকের ত্বকে সানট্যান দেখা দেয়। পাশাপাশি ত্বকে ফুসকুড়ি, ঘামাচির মতো সমস্যা বাড়তেই থাকে। যার ফলে চুলকানি, ব্যথাও হতে পারে।
গরমের কারণে ঘাড়ে, বুকে, কুচকিতে ও বগলে ফুসকুড়ি বা ঘামাচি হয়ে থাকে। চুলকানি ও প্রদাহের জেরে দিনকে দিন আক্রান্ত স্থান লালচে হয়ে ফুলে ওঠে এবং চামড়া উঠতে থাকে। অতিরিক্ত ঘাম হওয়ার ফলে শরীরের লোমকূপের মুখ বন্ধ হয়ে এসব ফুসকুড়ি হয়। সেগুলো কী? চলুন জেনে নিই এ সম্পর্কে-
সানস্ক্রিন
গরমে সবসময় সানস্ক্রিন সঙ্গে রাখবেন। রোজার সময় ত্বকে ক্লান্তি বা যন্ত্রণা ক্ষতি করবে আখেরে আপনারই। রোজার সময় দু-একবার মুখে পানির ঝাপটা দেয়া যেতে পারে। তখন তাজা লাগবে। তারপর সানস্ক্রিন মেখে নিন।
হাইড্রেটিং মাস্ক
হাইড্রেটিং মাস্ক
বাজারে হাইড্রেটিং ফেস মাস্ক কিনতে পাওয়া যায়। সপ্তাহে অন্তত একদিন সময় পেলেই ১০ মিনিট ত্বকে রাখুন। যখন ভীষণ ক্লান্ত লাগবে তখন ব্যবহার করুন। দেখবেন ত্বক লাবণ্য ফিরে পাচ্ছে এবং আপনারও ভালো লাগছে।
লিপবাম
লিপবাম
গরমে ঠোঁটের আর্দ্রতাও ধরে রাখা জরুরি। সেজন্যই লিপবাম ব্যবহার করুন ঠোঁটে। পুরু করে ঠোঁটে লিপবাম ব্যবহার করলে ঠোঁটের গোলাপি আভা ঠিক থাকবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url