দুধের মত ফর্সা করবে ত্বক, প্রতিদিনের এই ছোট্ট কাজে দূর হবে মুখের সব দাগছোপ
দুধের মত ফর্সা করবে ত্বক, প্রতিদিনের এই ছোট্ট কাজে দূর হবে মুখের সব দাগছোপ
রুক্ষ-শুষ্ক ঠোঁটে দুধের সর (Milk juice on rough-dry lips): লিপবাম ব্যবহারে উপকার পাওয়া যায়। কিন্তু ঘরোয়া টোটকাও কাজে লাগানো যেতে পারে। যদি দুধের সর ঠোঁটে ব্যবহার করা যায়। এটি ঠোঁটে প্রাকৃতিক আর্দ্রতা জোগান দেয়। দুধের ল্যাকটিক অ্যাসিড ত্বকের জন্যে বেশ উপকারী। একাধিক গবেষণাতেও সেই উল্লেখ পাওয়া গিয়েছে।
বেসনের ফেসপ্যাক (Besan’s face pack): বেসনের প্যাক ত্বকে লাগালে ভালো উপকার পাওয়া যায়। এর জন্য একটি পাত্রে ২ টেবিল চামচ বেসন নিতে হবে। তার সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে পরিমাণ মতো দুধ মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই পেস্ট মুখে লাগিয়ে নিতে হবে। তারপর অন্তত ১৫ মিনিট অপেক্ষা করার পর মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। কিন্তু টোনার এবং ময়শ্চারাইজার অবশ্যই লাগাতে হবে।
আমন্ড অয়েলের ব্যবহার (Uses of Almond Oil): ডার্ক সার্কেলের সমস্যা একটা বড় সমস্যা। নানারকম ক্রিম লাগিয়েও এই সমস্যার সমাধান মেলে না। কিন্তু ঘোরোয়া টোটকায় এর সমাধান পাওয়া সম্ভব। সেই জন্য সামান্য পরিমাণে আমন্ড অয়েল নিতে হবে। তা আঙুলের সাহায্যে চোখের তলায় লাগিয়ে নেওয়ার পর ভালো করে মালিশ করে নিলে এতে রক্ত সঞ্চালন বাড়বে। ডার্ক সার্কেল ধীরে ধীরে কমবে। ত্বকের প্রাকৃতিক জেল্লা ফিরে পাওয়া যাবে।
সঠিক লাইফস্টাইলের পরামর্শ (Proper lifestyle advice): আমাদের শরীরে ও ত্বকের সমস্যার জন্য লাইফস্টাইলও দায়ী। তাই ত্বক ভালো রাখার জন্যে অবশ্যই সঠিক লাইফস্টাইলের দরকার। চিকিৎসকেরা সেই কথা বারবার বলে এসেছেন। এর জন্য স্বাস্থ্যকর খাবার খেতে হবে। অন্তত ৩ লিটার জল খেতে হবে। দিনে অন্তত ৭ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করতে হবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url