বিশ্বের সব থেকে দামি ফল
২৬শে ফেব্রুয়ারী ২০২৩
বিশ্বের সব থেকে দামি ফল!
বিশ্বের সবচেয়ে দামি ফলের নাম ইউবারি মেলন। জাপানের এ ফলটি সহজলভ্য নয়। এ ফলের দামে কেউ সোনা বা এক টুকরো জমিও কিনতে পারে।
এটাই পৃথিবীর সবচেয়ে দামি ফল। ২০১৯ সালে এক জোড়া ইউবারি মেলন বিক্রি হয়েছিল প্রায় ৩২ লাখ টাকায়। ফলটি বাইরে থেকে দেখতে অনেকটা তরমুজের মতো, স্বাদে কমলালেবুর কাছাকাছি, আর ভেতরটা দেখতে কিছুটা মিষ্টি কুমড়ার মতো। এক কেজি ইউবারি তরমুজের দাম ২০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। ইন্ডিয়া টাইমস।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url