রমজান মাসের ফজিলত
আসুন জেনে নেয়া যাক পবিত্র রমজান মাসের ফজিলত গুলো কি এবং এর তাৎপর্য
রমজান একটি আরবি নবম মাসের নাম। এটি সিয়াম সাধনার মাস। এ মাসে রোজা রাখার জন্য বিশেষ তাকিদ করে মহান আল্লাহ তায়ালা রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন।
ফজিলত ঃ
পবিত্র হাদিস গ্রন্থে মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম এরশাদ করেছেন __"যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে মহান আল্লাহতালা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই মাসের রোজা রাখবে,সে ব্যক্তি এমনিভাবে পবিত্র হবে যেমনি ভাবে পবিত্র হয়ে মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছে"।
নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম আরো বর্ণনা করেছেন __"রোজাদারের জন্য সমগ্র সৃষ্টিজীব মাগফিরাত কামনা করে থাকে"।
এ মাসের ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম আরও এরশাদ করেছেন __'' এ মাসের প্রথম তারিখ থেকে বেহেস্তের দরজার সমূহ খুলে দেওয়া হয,জাহান্নামের দরজা গুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় ''।
হাদিসে কুরসীতে মহান আল্লাহ তায়ালা ঘোষণা করেন --''রোজা আমারই জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব "।
পবিত্র রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি দান সৎকার করতে হয়।
এছাড়া পবিত্র রমজানের ইবাদত বন্দেগীতে অন্যান্য মাসে তুলনায় 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে পবিত্র রমজান মাসের রোজা রাখার তৌফিক দান করুক।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url