OrdinaryITPostAd

গোলাপ গাছের চারা রোপণ এর বিভিন্ন পদ্ধতি

ফুল ভালো বাসে না এমন মানুষ নেই বল্লেই চলে।ফুলের মধ্যে গোলাপ ফুল মানুষের বেশি পছন্দ। বাগান বা সোভা বারাতে গোলাপ ফুল এর গাছ লাগানো হয়।তাই আজ আমরা গোলাপ গাছের চারা তৈরি করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানবো।


আজ গোলাপের চারা রোপণ এর কিছু পদ্ধতি সম্পর্কে জানবো। তবে চলুন যেনে নেয়া যাক পদ্ধতি গুলো কি কি।

১/ মধু ও আলুর সাহায্যে গোলাপের চারা তৈরিঃ


একটি পুরোনো বা এক বছর বয়সী গাছের সুস্থ ডাল আগে নির্বাচন করে নিতে হবে। গাছের যে ডাল টি দিয়ে কলম করতে হবে তা ৫-৬ ইঞ্চি সাইজের করে ত্যারছা করে কেটে নিতে হবে এবং এর পাতা গুলো কেটে ফেলে দিতে হবে। 

এর পর একটি আলু কে মঝখান থেকে কেটে ২ ভাগ করে নিতে হবে।মাঝারি বা একটু বড় সাইজের আলু নিলেই হবে। নির্বাচিত ডালের গোরার দিকটা এবার একটু মধুর মধ্যে লাগিয়ে তা কাটা আলুর মাঝে ভালো করে গেঁথে নিতে হবে।

চারা তৈরীর জন্য একটা পাত্রের মধ্যে সার মাটি মিশিয়ে নিয়ে তাতে চারা গুলো পুতে দিতে হবে,খুব বেশি রোদ পড়ে এমন স্থানে রাখা যাবে না।আলো ছায়া যুক্ত স্থানে চারা রাখতে হবে। 

অল্প কিছু পানি দিতে হবে। ২-৩ দিন  পর পর। ১০-১৫ দিনের মধ্যে নতুন চারা গাছ তৈরী হয়ে যাবে।

২/ অ্যালোভেরার সাহায্যে চারা তৈরিঃ 


প্রথমে একটি একবছরের গোলাপের গাছের ডাল নির্বাচন করে নিতে হবে। এরপর ডালটি ৫-৬ ইঞ্চি লম্বা ডাল ত্যারছা করে কেটে নিতে হবে এবং পাতা গুলো কেটে ফেলে দিতে হবে। 

একটা ২-৩" পরিমানে অ্যালোভেরা ডালের মোটা অংশের নিচের দিক থেকে কেটে নিতে হবে। এরপর গোলাপের কাটা ডালের নিচের দিকটা অ্যালোভেরার কাটা দুই দিকের মধ্যে যে কোন এক দিকে গেঁথে দিতে হবে। 

যে পাত্রে চারা তৈরি করতে হবে তার মাঝে কাটিং করা ডাল টা পুতে দিয়ে সামান্য পানি দিয়ে তা আলো ছায়া যুক্ত স্থানে রেখে দিতে হবে। 

২-৩ দিন পর পর সামান্য পানি দিতে হবে। ১৫ দিনের মধ্যে নতুন চারা তৈরি হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যেনো কোন পোকা আক্রমন না করে তবে চারা গুলো নষ্ট হয়ে যাবে। 

৩/গোলাপের কুরি বা বিচ থেকে চারা তৈরিঃ



 গোলাপের চারা তৈরি করার এরি সব থেকে সহজ পদ্ধতি৷ গোলাপ ফুল ঝরে যাওয়ার আগেই  এই বীজ সংগ্রহ করে নিতে হবে। বীজের ১-২ ইঞ্চি লম্বা করে ডাল রেখে দিতে হবে। 

একটি টবে বা চার তৈরির জায়গায় বীজ টি পুতে দিতে হবে ডালের দিক টা মাটির উপর থাকবে। বীজ গুলো তে অল্প পরিমাণে পানি দিয়ে তা আলো ছায়া যুক্ত স্থানে রেখে দিতে হবে। ৩-৪ দিন পর পর সামান্য পানি দিতে হবে।  বীজ গুলো থেকে নতুন চারা গাছ তৈরী হতে ১৫-২০ দিন সময় লাগবে।

আমার আমাদের ঘরে সৌন্দর্য বাড়াতে গোলাপ গাছের রোপন করে থাক। উপরোক্ত নিয়মে আমার খুব সহজে গোলাপের চারা তৈরি করে তা বাগানে বা বাড়ির ছাদে টবে লাগাতে পারি। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪