চুল পরা রোধে করনিও এবং লম্বা চুল এর রহস্য
চুল ছেলে ও মেয়ে উভয় এর সৌন্দর্য। সব মানুষ চাই তাদের চুল অনেক সুন্দর ঘন লম্বা কালো হোক তাই আজ আপনাদের সকলের সাথে শেয়ার করব কিভাবে চুলেরযত্ন নিলে খুব কম সময়েই টা লম্বা হবে এবং ঘন কালো হবে।
উপকরন
১.মেথি গুরো
২.মেহেদী পাওদার
৩.আমলা পাউডার
৪.অ্যালোভেরা জেল
৫.পেঁয়াজের রস
৬.পেয়ারার পাতার পেস্ট
৭.লেবুর রস
৮.টক দই
৯.ভিটামিন ই
১০.নারিকেল তেল
চুলের জন্য পেস্ট তৈরির নিয়ম:
সব গুলো উপাদান একটা পরিস্কার পাত্র এর মধ্যে ঢেলে নিতে হবে, যে টুকু পরিমানে চুলের জন্য প্রয়োজন। মিশ্রণটি ভালোমতো মিশিয়ে ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখতে হবে ৪-৫ ঘন্টার জন্য। ৪-৫ ঘন্টা পরে পেস্ট তৈরি হয়ে যাবে, এর পর তা সমস্ত চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিয়ে তা ৪৫-৫০ মিনিট পর ঠান্ডা পানি তে শ্যাম্পু করে ভালো ভাবে ধুয়ে নিতে হবে। সপ্তাহে ২ বার বা মাসে ৪-৫ বার এটি ব্যবহার করতে হবে।
ফলাফল :
এই পেস্টটি ব্যাবহারের ফলে খুব তাড়াতাড়ি আপনার চুল লম্বা কালো ও ঘন হয়ে উঠবে। যাদের চুল পরে যাচ্ছে এবং খুসকি আছে তাদের এই সমস্যা টা ও খুব দ্রুত সমাধান হবে। এটি চুলের জন্য অনেক বেশি উপকারী। ১-২ মাসের মধ্যে চুলের জন্য খুব ভালো একটা পরিবর্তন এনে দেয় ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url